দিল্লি যাওয়ার পথে সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) বলেছিলেন, বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদলে তৃণমূলের কে থাকবেন না থাকবেন সেটা এক এবং একমাত্র ঠিক করতে পারে দল। ঠিক একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায়। জানালেন, তৃণমূলের কে প্রতিনিধিত্ব করবেন, সেটা অন্য কেউ ঠিক করতে পারে না।
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 19 May 2025 08:46
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি যাওয়ার পথে সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) বলেছিলেন, বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদলে তৃণমূলের কে থাকবেন না থাকবেন সেটা এক এবং একমাত্র ঠিক করতে পারে দল। ঠিক একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায়। জানালেন, তৃণমূলের কে প্রতিনিধিত্ব করবেন, সেটা অন্য কেউ ঠিক করতে পারে না।
উত্তরবঙ্গ সফরে (North Bengal Tour) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে শুরু হবে তাঁর তিন দিন ব্যাপী কর্মসূচি। তার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বময় নেত্রী জানান, সর্বদলীয় প্রতিনিধি দলে কাউকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, এটা ঠিক নয়। বরং দল কাকে পাঠাতে চায় সেই নাম চেয়ে কোনও অনুরোধ আসেনি।
মমতা বলেন, "তৃণমূলের কে প্রতিনিধিত্ব করবেন, সেটা অন্য কেউ তো ঠিক করতে পারে না। এখানে কেন্দ্রের পছন্দ নয়, দলের সিদ্ধান্তই মুখ্য হওয়া উচিত। যদি তারা অনুরোধ করে তাহলে নিয়ম মোতাবেক সিদ্ধান্ত নেবে দল। তবে বিদেশ বিষয়ক যে কোনও ক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি।"
'অপারেশন সিঁদুরের' প্রেক্ষিতে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী প্রচার চালাতে যে বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল বিদেশ সফরে যাচ্ছে, তাতে নাম থাকলেও যাবেন না তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। কেন্দ্র সরকারের তরফে কোনওরকম আলোচনা ছাড়াই ইউসুফের নাম ঘোষণা করা হয়। ব্যাপারটা যে মোটেই ভাল চোখে দেখেননি মমতা, তবে এটুকু বলেছেন, বিদেশনীতি নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তার পাশে দল সবসময় আছে।