শেষ আপডেট: 26th July 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: স্টেশন থাকবে। তবে টিকিট কেটে ট্রেনে চড়ার মতো বুকিং কাউন্টার আর থাকবে না! পরিবর্তে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থাকবে। ইউপিআইয়ের মাধ্যমে নিজের টিকিট নিজেকেই কেটে নিতে হবে!
১ অগস্ট থেকে কলকাতার তিনটি মেট্রো স্টেশন থেকে চিরতরে উঠে যাচ্ছে টিকিট কাউন্টার। সূত্রের খবর, সংশ্লিষ্ট তিনটি স্টেশনে সারাদিনে হাতে গোনা মাত্র কয়েকজন যাত্রী হন। সেকারণেই এমন সিদ্ধান্ত। যদিও কলকাতা মেট্রো রেলের তরফে দাবি করা হচ্ছে, কলকাতার মেট্রো যাত্রীদের আরও স্মার্ট করে তোলার জন্যই এই সিদ্ধান্ত।
এই তিনটি স্টেশন হল- পার্পল লাইনের তারাতলা ও সখেরবাজার মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন। ১ অগস্ট থেকে এই তিনটি স্টেশনে আর থাকবে না কোনও টিকিট কাউন্টার। কেন? মেট্রো সূত্রে খবর, তিনটি স্টেশনে সারাদিনে নামমাত্র যাত্রী ট্রেনে ওঠা নামা করেন। সখের বাজারে গড়ে ৫৫ জন, তারাতলা স্টেশনে ৭০ জন আর কবি সুকান্ত মেট্রো স্টেশনে গড়ে ২২০ জন।
এক মেট্রো কর্তার কথায়, "এমন অনেক স্টেশন রয়েছে যেখানে কর্মীরা কাজ করতে করতে হাঁপিয়ে উঠছেন, আর এখানে কাজ নেই বললেই চলে! তাই এই সিদ্ধান্ত।"
শুক্রবার এক বিবৃতিতে কলকাতা মেট্রো জানিয়েছে, ১ অগস্ট থেকে এই তিনটি স্টেশনে টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা রিচার্জ করার জন্য কোনও বুকিং কর্মী থাকবেন না স্টেশনগুলিতে। পরিবর্তে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে যাত্রীদের।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, “এই তিন স্টেশন পুরোটাই ডিজিটালে হবে। আর কোনও কাউন্টার থাকবে না। আমরা চাই যাত্রীরা আরও স্মার্ট হয়ে উঠুন।”