শেষ আপডেট: 30th January 2025 00:19
দ্য ওয়াল ব্যুরো: এমবিবিএস ডাক্তারদের সমান হারে বেতন দেওয়ার নির্দেশ কার্যকর হয়নি এক বছরেও। শেষ পর্যন্ত আদালত অবমাননার মামলায় গত সপ্তাহে আদালতে হাজির করে রাজ্যের স্বাস্থ্য সচিবকে হাইকোর্ট সময় বেঁধে দেয়। আজ বুধবার রাজ্য জানাল, নির্দেশ মত ছয় জন মামলাকারীর ২০২১ থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত বকেয়া হিসেব করে প্রায় ৪২ লক্ষ টাকা দাঁড়ায়। যা রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়া হয়েছে।
যদিও মামলাকারীদের আইনজীবীর দাবি, তাদের হিসেবে মামলাকারীদের এই সময়ের মধ্যে ৯২ লক্ষ টাকা বকেয়া হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা এই কথার পরিপ্রেক্ষিতে জানিয়ে দেন, পরে এই হিসেব নিয়ে শুনানি হবে।
এদিন রাজ্যের তরফের আইনজীবীর বক্তব্য, সিঙ্গল বেঞ্চের দেওয়া রায় রাজ্য ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে। ১০ ফেব্রুয়ারি সেই শুনানি শেষ না হওয়া পর্যন্ত যেন সিঙ্গল বেঞ্চের পরবর্তী শুনানি না করা হয়। আদালত আশ্বস্ত করে। বেতন বৈষম্যের জট কাটার পরে আগামীদিনে বয়সের সীমা ও গ্রেড নিয়ে দায়ের আবেদনের শুনানি হবে। বর্তমানে ৬০-এর বদলে এমবিবিএসদের মত অনুায়ী ৬৫ বছর পর্যন্ত চাকরি ও তাদের সমান গ্রেড পাওয়ার বিষয়টি তখন খতিয়ে দেখা হবে।