শেষ আপডেট: 2nd October 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: সময় যত গড়াচ্ছে ততই তেতে উঠছে পরিস্থিতি। জনতার হাত থেকে পুলিশ আধিকারিকদের মুক্ত করতে পুলিশের বিশাল বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। রীতিমতো মারমুখী হয়ে ওঠে জনতা।
একসময় দেখা যায় বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়ে বিক্ষোভকারীদের মেরে হটিয়ে দেওয়ার চেষ্টা করে। তাতেই পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। সকাল থেকেই জনতার দাবি ছিল এলাকার কাউন্সিলরকে আসতে হবে। তবে ঘেরাও তুলবেন তাঁরা। কিন্তু ঘটনার ৭ ঘণ্টা পরেও আসেননি কাউন্সিলর। বাসিন্দারা অভিযোগ করতে থাকেন, কাউন্সিলর নিজে না এসে তাঁর লোকজনকে পাঠিয়েছেন মারামারি করার জন্য।
মহালয়ার ভোরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্য়ু হয় নবম শ্রেণির ছাত্রের। এলাকার রাস্তা সারাইয়ের জন্য আনা মাটি কাটার যন্ত্রের গাড়ি (জেসিবি) একটি গাছের সঙ্গে পিষে দিয়েছে তাকে। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ওই ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দলে দলে মানুষ নেমে আসেন রাস্তায়। বিক্ষোভ সামাল দিতে বাঁশদ্রোণী পুলিশ পৌঁছলে, পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। এরপর পাটুলি থানা থেকেও পুলিশ পৌঁছয়। দুটি থানার ওসিকেই ঘিরে ফেলে জনতা। দাবি করেন, ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদারকে ঘটনাস্থলে আসতে হবে। তারপরেই অবরোধ তুলবেন তাঁরা। কারণ দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা ভাঙাচোরা। কিন্তু হেলদোল নেই পুরসভার। একটা কিশোর জীবন দিয়ে তার মাশুল দিল।