শেষ আপডেট: 1st October 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় শুরু হয়ে গেল পুজো।
প্রতি বছরের মতো এবারও মহালয়ার আগে পিতৃপক্ষেই দুর্গা পুজোর উদ্বোধন করলেন মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে শ্রীভূমির পুজো মণ্ডপ থেকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এদিন ওই মঞ্চ থেকেই দমকলের নতুন দুটি স্টেশনের উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, "আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, মহালয়ার পর থেকে আমি উদ্বোধনের কাজটা করি। কিন্তু দুটো ফায়ার ব্রিগেডের উদ্বোধন ছিল। এটা জরুরি কাজ। তাই আগেই করলাম।"
শ্রীভূমির পুজো মানেই উপছে পড়া ভিড়। ফি-বারও তীব্র যানজট তৈরি হয়েছিল। অদূরে এয়ারপোর্ট। এবারে যাতে পুনরায় ওই যানজটের পরিস্থিতি না হয়, সেদিকে উদ্যোক্তাদের বাড়তি নজরের পরামর্শ দেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, "কারও যেন ফ্লাইট মিস না হয়, সেটা দেখতে হবে উদ্যোক্তাদের।"
উদ্বোধনের ফাঁকে।
রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়েও এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বন্যার জল, খাবার জল মিশে গেলে মারাত্মক অবস্থা হবে। মানুষের মুখে হাসি না থাকলে দেবীর মুখেও হাসি থাকে না। ফলে উৎসবের মধ্যেও দুর্গত মানুষের পাশে থাকতে হবে।"
নাম না করে এই প্রসঙ্গে এদিন ফের ডিভিসিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "এটা ম্যান মেড বন্যা। পুজোর মুখে পরিকল্পিতভাবে বাংলাকে ভাসানো হল।"
আগামীকাল মহালয়াকে কেন্দ্র করে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই প্রসঙ্গেও গঙ্গা তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিলপাড়া ও দুবরাজপুরে নয়া দমকল স্টেশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, "এখন আমরা কিছু ই-সাইকেলও দমকলকে দিচ্ছি। যাতে কোথাওএমার্জেন্সি হলে তৎক্ষণাও ঢুকতে পারে। কারণ, অনেক রাস্তায় দমকলের বড় গাড়ি ঢুকতে পারে না।"