শেষ আপডেট: 27th January 2025 20:27
দ্য ওয়াল ব্যুরো: বাঘাযতীন, কামারহাটির পর ১১/২ ক্রিস্টোফার রোডে নির্মীয়মাণ 'বেআইনি' সাদা বাড়ি ভাঙার নির্দেশ দিলেন মেয়র। দ্রুত সংশ্লিষ্ট বাড়িটি ভাঙার কাজ শুরু করতে হবে বলেও জানান ফিরহাদ হাকিম। খোদ মেয়র পারিষদের এলাকায় বহুতল হেলে পড়ায় অস্বস্তিতে পড়েছে পুরসভা। ওয়াকিবহাল মহলের অনেকেরই মত সেই কারণেই দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।
ক্রিস্টোফার এলাকার যে ছবি উঠে এসেছিল তাতে দেখা যায়, এক হাত দূরত্বে থাকা পাশের একটি বাড়ির দিকে হেলে পড়ে আর একটি বাড়ি। দু'টো বহুতলের মাঝে কোনওরকম জায়গা না রাখার অভিযোগও উঠেছিল।
কীভাবে ওই নির্মীয়মাণ বহুতল হেলে পড়েছিল তার স্পষ্ট কারণ জানতে চাওয়া হয়েছিল পুরসভার তরফে। আজ অর্থাৎ সোমবার সেই রিপোর্ট পাওয়ার কথা থাকলেও আসেনি। তবে মেয়র স্পষ্ট করে দিয়ে জানিয়ে দিয়েছেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি বেআইনি বাড়িটা, যেটার নোটিস গত অগস্ট মাসে দেওয়া হয়েছিল, সেটা ৪০৮ করে ভাঙা শুরু হবে। ওই সাদা বাড়িটা ভেঙে দিলে হয়তো পাশের বাড়িটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার স্টেবিলিটি দিতে পারেন।"
মেয়র বলেন "বাড়ির লোকজনকে নিষেধ করা হয়েছে সেখানে থাকতে। আরও কিছু সময় চেয়ে নেওয়া হয়েছে। আসলে যেটা হয়েছে একটা বাড়ি আর একটা বাড়ির পায়ে উঠে গেছে। তাই হেলে পড়েছে।"
শুধু তাই নয়, কলোনির জমিতে বাড়ি তৈরি নিয়ে নয়া নিয়ম আনা হচ্ছে বলেও জানান ফিরহাদ, বলেন "আমরা একটা বিল্ডিং রুল নিয়ে আলোচনা করেছি। ছোট জমিতে অন্তত তিন কাঠার নীচে যে জমি আছে তাতে যাতে ছাড় কমিয়ে দিতে পারি সেই নিয়ম আজকে নবান্ন থেকে বেরিয়েছে। এর ক্লেইমস আর অবজেকশনের জন্য হয়তো আমরা কাল বা পরশু থেকে টাঙিয়েও দেওয়া হবে। একমাস বা কিছু দিন পর যদি তার ক্লেইম বা অবজেকশন আসে তবে সেটার নিষ্পত্তি করতে হবে। তারপর ফের আমরা মন্ত্রীসভার বৈঠক করে এই নতুন নিয়ম আইন হিসেবে কনসিডার করতে পারব।"