শেষ আপডেট: 15th April 2024 22:54
দ্য ওয়াল ব্যুরো: ১ কোটি জরিমানা না দেওয়ায় এবার হাওড়ার সেই প্রোমোটারকে পুলিস দিয়ে ধরে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। হাওড়া থানার আইসিকে আগামী ১৮ এপ্রিলের মধ্যে ওই প্রোমোটারকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আদালত সূত্রে জানা গেছে, হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে কোনরকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল একটি ৫ তলা আবাসন। অভিযোগ, শুধু তাই নয়, সেই আবাসনটিতে প্রত্যেকটি ফ্ল্যাট ৩০ থেকে ৪০ লক্ষ টাকা দরে বিক্রি করে দেয় প্রোমোটার।
সেই প্রোমোটারকে ১ কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ২৯ মার্চের মধ্যে ক্ষতিপূরণের অর্থ জমা দেওয়ার কথা ছিল সেই প্রোমোটারের। কিন্তু বিচারপতি সিনহার এজলাসে সেই প্রোমোটার এসে জানায়, তিনি ক্ষতিপূরণের অংক দেওয়ার মত পরিস্থিতি নেই।
কিন্তু বেআইনি নির্মাণের সঙ্গে কোনওরকম আপোস করা হবে না জানিয়ে ওই প্রোমোটারকে নিজের জমির দলিল জমা রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। বলেছিলেন, প্রয়োজনে ওই জমি বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে।
এছাড়াও প্রোমোটারের ব্যাংক একাউন্টের সমস্ত তথ্য এবং সম্পত্তির যাবতীয় তথ্য হাইকোর্টের জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা।
কিন্তু হাইকোর্টের কোনও নির্দেশই মানেননি ওই প্রোমোটার। তাই এবার পুলিশ দিয়ে তাঁকে ধরে আনার নির্দেশ দিল হাইকোর্ট।
অন্যদিকে কলকাতার বেলেঘাটা এলাকায় একটি বেআইনি নির্মাণ খালি করে দিতে এদিন কলকাতা পুলিস কমিশনার ও বেলেঘাটা থানাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। ওই বিল্ডিংটি বেআইনিভাবে কোনও অনুমোদন প্ল্যান ছাড়াই তৈরি হয়েছিল। এরপর সেটি বিক্রি করে দেয় প্রোমোটার। এদিন মামলার শুনানির পর ওই বেআইনি নির্মাণটি দখল মুক্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। নির্মাণটি দখল মুক্ত হলে সেটি পুরসভাকে ভেঙে ফেলতে হবে বলেও নির্দেশে উল্লেখ করেছেন বিচারপতি সিনহা।