শেষ আপডেট: 2nd January 2025 14:29
দ্য ওয়াল ব্যুরো: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করার ক্ষেত্রে রাজ্যের কী পদক্ষেপ, তারা কতোটা কী করেছে এপর্যন্ত তা জানতে চাওয়া হয়েছে।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক তরজা চলছে। একাধিক প্রতিশ্রুতি মিলেছে নেতাদের কাছ থেকে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। যেভাবে প্রতি বছর ঘাটালে বন্যা হয় এবং সেই বন্যা কবলিত এলাকার মানুষজন বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়, তা নিয়ে রাজ্য সরকার উদাসীন। এমনই অভিযোগ ছিল মামলাকারীদের তরফে।
১৯৫৯ সালের একটি কমিটির পরামর্শের পর ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টি উঠে আসে। ২০১৯ সালে এর জন্য আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। এই আট হাজার কোটি টাকা রাজ্য সরকার কীভাবে, কোন কোন খাতে খরচ করেছে, আদৌ তারা খরচ করেছে কিনা সে বিষয়ে জানতে চেয়েই রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।
ঘাটালে বন্যা হলে কীভাবে রাজ্য সেখানকার মানুষদের পাশে দাঁড়ায়, দুর্গতদের সাহায্য করে ও তখন কী কী দেওয়া হয় সেসব বিষয় শুনানি চলাকালীন উল্লেখ করলেও রাজ্য সরকারের তরফে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কোনও সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে আইনজীবীরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মূল বিষয়টাই উত্থাপন করতে পারেনি। জানাতে পারেনি রাজ্য সরকার এই আট হাজার কোটি টাকা কোথায় কীভাবে করচ করেছে।
আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে হাইকোর্টকে।