শেষ আপডেট: 30th January 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বইমেলায় উদ্বোধন হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টলের। ফিতে কেটে স্টলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। পাঁচ নম্বর গেটের কাছে দুশো নম্বর স্টল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের।
নয় নম্বর গেটের কাছে ৩৮০ নম্বর স্টল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের।
দুই বিশ্ববিদ্যালয়ের স্টলেই রয়েছে উচ্চশিক্ষা এবং গবেষণার বিপুল পরিমাণ বইয়ের সম্ভার। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্টলে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্যও মিলবে।
বুধবার স্টলের উদ্বোধন করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য কল্লোল পাল বলেন, 'বিশ্বের সঙ্গে ব্যক্তি মানুষের যোগাযোগের সেতু তৈরি করে বই। বইয়ের মাধ্যমেই লেখকের সঙ্গে পাঠকের ভাবের আদানপ্রদান হয়। আমাদের ছাত্রছাত্রীদেরও আহ্বান করছি কলকাতা বইমেলায় আসার জন্য।