শেষ আপডেট: 29th October 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে সেন্টারে রাখা সিলড গ্লাভসে রক্ত মিলেছে বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় শোরগোল শুরু হয়। অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্যভবন। তবে এখন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, গ্লাভসে যে লাল দাগ দেখা গেছে তা রক্তের নয়! অর্থাৎ, গ্লাভসে কোনও রক্তের দাগই মেলেনি।
হাসপাতালের এক ইন্টার্ন সংবাদমাধ্যমে বলেছিলেন, একজন এইচআইভি রোগীর রক্ত নেওয়ার জন্য গ্লাভস নিয়েছিলেন তিনি। তাতে নোংরা থাকায় সেটা বাতিল করে অন্য একটি নেন। কিন্তু সেটাতেও নোংরা ছিল বলে দাবি তাঁর। গ্লাভসে রক্ত লেগে ছিল বলেও অভিযোগ তোলেন।
এখন অবশ্য হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে ওই গ্লাভস পরীক্ষা করা হয়েছে। যে লাল দাগ পাওয়া গেছে তা রক্তের নয়, অন্য কিছু।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রাথমিকভাবে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তবে ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। এরপরই তদন্ত কমিটি গড়া হয়। কিন্তু এখন হাসপাতাল সুপার যে দাবি করছেন তা আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
তবে প্রশ্ন লাল দাগ রক্তের না হলে আর কীসের হবে? সুপার জানিয়েছেন, ওই দাগ কীসের তা জানার জন্য গ্লাভসগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। সেই রিপোর্ট আসার পরই বোঝা যাবে মূল বিষয়টি।
অভিযোগকারীর দাবি ছিল, এর আগেও আরজি কর হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। দিনের পর দিন এই ধরনের অপরিষ্কার গ্লাভস হাসপাতালে আনা হয়েছে। কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। মাঝে বেশ কিছু দিন নোংরা গ্লাভসের জোগান বন্ধ থাকলেও আবার সেই একই জিনিস শুরু হয়েছে। তাঁর এও আশঙ্কা ছিল, এই গ্লাভস দিয়ে রোগীদের চিকিৎসা করলে যে কোনও সংক্রমণ হওয়ার ভয় থাকে।