শেষ আপডেট: 8th April 2025 15:20
দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর দিন ঠাকুরপুকুরে (Thakurpukur) মারাত্মক দুর্ঘটনা (Accident) ঘটেছিল। দ্রুত গতিতে এসে বাজারের মধ্যে ঢুকে পড়ে গাড়ি। তাতে অনেকেই জখম হন। ঘটনায় একজনের মৃত্যুও হয়েছে। সেই ঘটনায় এবার পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন মৃতের পরিবারের সদস্যরা। বললেন, তাঁদের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে।
ঠাকুরপুকুরের ঘটনায় টলিউড-যোগ মিলেছে। গাড়িতে মদ্যপ অবস্থায় পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক) ছিলেন বলে জানা গেছে। তাঁদের প্রথমে আটক করে পুলিশ কিন্তু পরে জামিনও পেয়ে যান তাঁরা। মৃতের পরিবার বলছে, পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলার রজু করেছে, কিন্তু এটা ইচ্ছাকৃত খুনের ঘটনা। তার জন্যই হয়তো সহজে জামিন পেয়েছেন অভিযুক্তরা।
পরিবারের বক্তব্য, এফআইআরে বলা হয়েছে গাড়ির ব্রেক ফেল হয়েছিল। কিন্তু গাড়িটি প্রথমে দাঁড়িয়েছিল, তারপর গতি বাড়িয়ে ধাক্কা মারে। এমনকী, গাড়ির মধ্যে মদের বোতল, গাঁজার কলকেও ছিল যা এফআইআর কপিতে উল্লেখ করা নেই। মৃতের ছেলের স্পষ্ট অভিযোগ, তাঁর বাবাকে খুন করা হয়েছে এবং দোষীদের বাঁচিয়ে নিয়ে চলে গেছে পুলিশ। তাঁদের তরফ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। কোনও অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হয়নি।
ঠাকুরপুকুর বাজার থেকে বাখরাহাট রোড পর্যন্ত রাস্তায় পাইপ লাইন বসানোর কাজ চলছে। সেই রাস্তায় দু'চাকা গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকলেও, এই মুহূর্তে চার চাকা গাড়ির চালানো নিষেধ। তাই ঘাতক গাড়িটি কীভাবে নো-এন্ট্রি থাকা সত্ত্বেও সেখানে ঢুকল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। মৃতের পরিবার অবশ্য সেসবে গুরুত্ব না দিয়ে স্পষ্ট দাবি করেছে, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং ক্ষতিপূরণ হিসেবে টাকা নয়, পরিবারের কাউকে চাকরি দিতে হবে।
দুর্ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, ঠাকুরপুকুর বাজারের ওই এলাকা দিয়ে হাঁটাচলা কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। বিগত ৬ বছর ধরে রাস্তার কাজ চলার ফলে বিবিরহাট, বড়কাছারি ঢোকার ওই মূল রাস্তা বন্ধ। একাধিকবার প্রশাসনকে বলার পরও রাস্তার উন্নতি হয়নি। ফলে এই ধরনের দুর্ঘটনা খুব একটা অপ্রত্যাশিত কিছু নয়।