শেষ আপডেট: 30th September 2023 09:27
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মধ্যরাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও চারজন। দুর্ঘটনার জেরে গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। যার ফলে ভিতর থেকে ওই যাত্রীদের বের করতে বেশ সমস্যায় পড়ে পুলিশ। শেষে গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে তাঁদের বের করে আনা হয়। তবে এখনও পর্যন্ত মৃতের নাম জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের মারফত জানা গিয়েছে, ওই চারচাকা নীল রঙের গাড়িটি শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। চালক-সহ মোট পাঁচজন ছিলেন গাড়িতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতদুপুরে রাস্তা ফাঁকা থাকায় ঝড়ের বেগে গাড়িটি চালাচ্ছিলেন চালক। গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশ অনেকটাই বেশি ছিল। এরফলেই ঘটে দুর্ঘটনা! সায়েন্স সিটির কাছে গাড়িটি বাঁ দিকে ঘোরার সময়ই চালক নিয়ন্ত্রণ হারান। ল্যাম্পপোস্টের ডিভাইডারে ধাক্কা মেরে পাশের লেনে ছিটকে পড়ে গাড়িটি।
গোটা গাড়িটাই বেশ কয়েকবার পাল্টি খেয়ে এমনভাবে দুমড়ে মুচড়ে যায় যে, চালকের দেহ দলা পাকিয়ে স্টিয়ারিং ও সিটের মাঝে ঢুকে গিয়েছিল। দুর্ঘটনা ঘটতে দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে এসে উদ্ধার শুরু করেন। এরমধ্যেই খবর যায় পুলিশে। তবে স্থানীয়রা গাড়িটিকে সোজা করতে পারলেও সেটি এমনভাবে দুমড়ে গিয়েছিল যে, ভিতর থেকে কাউকে বের করা সম্ভব ছিল না। শেষে পুলিশ এসে গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে দেহগুলি বার করে আনেন। বাকি চারজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএমজি এবং সিইএসসি-র আধিকারিকরা। এই দুর্ঘটনার জেরে শুক্রবার মাঝরাতে প্রায় দু’ঘণ্টা পর মা উড়ালপুলে যান চলাচল ব্যাহত হয়েছিল। পরে রাত তিনটে নাগাদ আবার গাড়ি চলাচল স্বাভাবিক হয়। আহত ও নিহতের পরিবারের খোঁজ শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।