শেষ আপডেট: 30th October 2024 22:49
দ্য ওয়াল ব্যুরো: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে বিদ্ধ হয়েছেন সিপিএমের বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বুধবারও তাঁকে ডেকেছিল বরাহনগর থানা। এদিন তাঁকে প্রায় দেড় ঘণ্টার ওপর জিজ্ঞাসাবাদ করা হয়। আগামী মাসে ফের তাঁকে তলব করেছে পুলিশ।
বুধবার বিকেল পৌনে ৫টা নাগাদ থানায় গেছিলেন তন্ময়। বেরিয়ে আসতে প্রায় সাড়ে ৬টা বাজে। সাংবাদিকদের তন্ময় জানিয়েছেন, আগামী ৭ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ফের তাঁকে পুলিশ ডেকে পাঠিয়েছে। গত রবিবার সিপিএম নেতা তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার কথা প্রকাশ্যে আনেন তিনি। তাঁর ওই অভিযোগ প্রকাশ্যে আসতেই তন্ময়কে সাসপেন্ড করেছে দল।
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে দ্য ওয়াল যখন যোগাযোগ করছিল সে সময়ে তিনি জানিয়েছিলেন, 'দ্য ওয়ালের যে সাংবাদিকরা আমার কাছে এসেছেন এর আগে তাঁদের যদি জিজ্ঞেস করেন, দেখবেন তাঁদের সঙ্গেও আমি ইয়ার্কি করেছি।' কিন্তু বর্ষীয়ান এই বাম নেতার ‘ইয়ার্কি’ তাঁর দল একেবারেই ভাল চোখে দেখেনি। অন্যদিকে, শ্লীলতাহানির ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বাম নেতার বিরুদ্ধে।
গোটা ঘটনাকে অবশ্য 'পরিকল্পিত কুৎসা' বলে ব্যাখ্যা করেছেন তন্ময় ভট্টাচার্য। তাঁর দাবি, মহিলা সাংবাদিক যে কথা বলছেন, তেমন কোনও ঘটনাই ঘটেনি। সাংবাদিক সম্মেলন করে তন্ময় ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, মহিলার ওজন যেখানে মাত্র ৪০ সেখানে তাঁর ওজন ৮৩! তাহলে ওঁর কোলে বসে পড়লে উনি কি সুস্থ থাকতেন?
তন্ময় এও বলেন, তিনি কোনও রাজনৈতিক দলকে দায়ী করছেন না। কিন্তু মহিলা সাংবাদিক তাঁর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কীভাবে ‘ট্রমাটাইজড’ অবস্থায় এত কাজ করলেন, সেই প্রশ্ন থাকছে।