শেষ আপডেট: 22nd January 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: বাঘাযতীনের স্মৃতি ফিরিয়ে এনেছে ট্যাংরা। বুধবার সকালে সেখানেও হেলে পড়েছিল এক বহুতল। তবে দুপুরের মধ্যেই তা ভাঙার নির্দেশ দিল কলকাতা পুরসভা। ক্রিস্টোফার রোডের হেলে পড়া সবুজ বাড়িটি ভেঙে ফেলা হবে।
কীভাবে ১১/২ ক্রিস্টোফার রোডের ওই নির্মীয়মাণ বহুতল হেলে পড়ল তা এখনও জানা যায়নি। তবে জি প্লাস ফাইভটি নির্মীয়মাণ হওয়ায় সেখানে কেউ ছিলেন না বলে খবর। সে কারণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কলকাতা পুরসভার নিয়ম অনুযায়ী, নতুন বাড়িতে সিসি থাকতেই হবে। তা না থাকলে জল, বিদ্যুতের মতো পরিষেবা পাওয়া যাবে না। তা বেআইনি হিসেবে ধরা হবে। যদিও বাড়ির মালিকদের দাবি, তাঁদের আবাসনের সিসি করা আছে। সেক্ষেত্রে বাড়ি ভাঙার পর কলকাতা পুরসভা কোনও ক্ষতিপূরণ দেয় কিনা, সেটাই দেখার।
আবাসনের ১৩টি ফ্ল্যাটের যারা বাসিন্দা তাঁদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর বাড়ি ভাঙার নির্দেশের কপি বাড়িটিতেই সাঁটিয়ে দেওয়া হবে। তবে কবে থেকে ভাঙার কাজ শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। ক্রিস্টোফার রোড এলাকার যে ছবি উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে, এক হাত দূরত্বে থাকা পাশের একটি বাড়ির দিকে হেলে পড়ে। দু'টো বহুতলের মাঝে কোনওরকম জায়গা না রাখার অভিযোগ উঠেছে। নির্মীয়মাণ বিল্ডিংয়ের প্রোমটারের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
ট্যাংরা থানার তরফে ইতিমধ্যে এলাকায় মাইকিংও শুরু করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলরের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন কেউ কেউ। অভিযোগ, এলাকায় প্রায় কোনও বহুতলই নিয়ম মেনে তৈরি করা হয়নি। সবই বেআইনি ভাবে গড়া হয়েছে আর বিষয়টি কাউন্সিলরও ভাল করে জানেন। তবে এই নিয়ে সংশ্লিষ্ট কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
গত ১৪ জানুয়ারি বাঘাযতীনে হেলে পড়ে একটি বহুতল। ধসে যায় ফ্ল্যাটটির একাংশ। হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল বলে জানা যায়। অন্যদিকে মঙ্গলবারই কামারহাটির সাত নম্বর ওয়ার্ডের ধুবিয়াবাগান এলাকায় আচমকাই তিন তলা বিল্ডিং হেলে পড়ে। পরপর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।