Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Ahmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিনফেসবুকে ঘুরছে তন্ময়ের আপত্তিকর ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট! বামনেতার বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি?সোমবার নবান্ন অভিযান চাকরিহারাদের, নিরাপত্তায় মোতায়েন ড্রোন, সকাল থেকে যানজটে নাকাল যাত্রীরাবনধ ঘিরে উত্তপ্ত খেজুরি, জোড়া মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুরভারতের টার্গেট ১৩৫, ইংল্যান্ডের ছ’উইকেট! আজ রাহুল-পন্থের সামনে টিকে থাকাটাই আসল পরীক্ষা
Sweta Khan

'আমি নির্দোষ, ঘটনা যাচাই করা হোক', পর্নকাণ্ডে গ্রেফতার হয়ে দাবি শ্বেতার

পর্নকাণ্ড এবং তরুণী নির্যাতনের ঘটনায় বুধবার রাতেই গ্রেফতার হয়েছেন ডোমজুড়ের বাসিন্দা শ্বেতা খান। বৃহস্পতিবার তাঁকে কলকাতা থেকে হাওড়া নিয়ে যাওয়া হয়েছে।

'আমি নির্দোষ, ঘটনা যাচাই করা হোক', পর্নকাণ্ডে গ্রেফতার হয়ে দাবি শ্বেতার

শ্বেতা খান

শেষ আপডেট: 12 June 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: পর্নকাণ্ড এবং তরুণী নির্যাতনের ঘটনায় বুধবার রাতেই গ্রেফতার হয়েছেন ডোমজুড়ের বাসিন্দা শ্বেতা খান (Sweta Khan)। বৃহস্পতিবার তাঁকে কলকাতা থেকে হাওড়া (Howrah) নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে শ্বেতার ঠিকানা হাওড়া কোর্ট লকআপ।

একই অভিযোগে গ্রেফতার হয়েছেন শ্বেতার ছেলে আরিয়ানও। তবে দুজনের বিরুদ্ধে অভিযোগের খামতি নেই। ভুয়ো ইভেন্ট সংস্থা চালিয়ে চাকরির টোপ, সেক্স ব়্যাকেট চালানোর অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন শ্বেতা! হাওড়া আদালতে নিয়ে যাওয়ার সময়ে তিনি দাবি করেন, তাঁকে ফাঁসানো হচ্ছে।

সোদপুরের এক তরুণীকে বাড়িতে আটকে রেখে নির্যাতনের ঘটনায় (Sodepur Woman Assault) সংবাদে আসেন শ্বেতা এবং আরিয়ান। তাঁদের বিরুদ্ধে মারধরের পাশাপাশি চুল কেটে নেওয়ার অভিযোগ করেছিলেন সোদপুরের নির্যাতিতা। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি হয়েছে। তবে শ্বেতা দাবি করেছেন, তিনি নির্দোষ।

এদিন শ্বেতাকে পুলিশের গাড়িতে ওঠানোর সময় তৃণমূলের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখান। সেই সময়ই তিনি দাবি করেন, 'আমাকে ফাঁসানো হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা উচিত।' পাশাপাশি তাঁর এও দাবি, যিনি অভিযোগ করেছেন সেই সোদপুরের নির্যাতিতা নিজে বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

শ্বেতার মাকেও বুধবার আটক করেছে পুলিশ। সন্ধান মিলেছে তার বছরের মেয়েরও। গত মঙ্গলবারই শ্বেতার ফ্ল্যাটে গেছিল ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া ফাঁড়ির পুলিশ। ফ্ল্যাটের পিছনে মহিলাদের কাটা চুল পড়ে থাকতে দেখেন তদন্তকারীরা। চুলের নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিক সন্দেহ, চুল নির্যাতিতারই। কারণ তাঁকে নির্যাতনের সময় মাথার চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ করেছিল তরুণীর পরিবার।


ভিডিও স্টোরি