শেষ আপডেট: 10th September 2024 13:38
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে চিকিৎসকরা যেন পরিষেবার ফেরেন। এর পর পরই আবার আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করেছে আরজি-করের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন।
মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই আরজি কর হাসপাতাল থেকে মিছিল করে বেরিয়ে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা।
পাঁচ দফা দাবির পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার ইস্তফাও চেয়েই এই মিছিল। বিচারের দাবিতে পথে নেমেছেন তো বটেই, আরজি করের সামনেও চলছে অবস্থান।
এই আবহে স্বাস্থ্য ভবনের সামনে আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। সব গেটের সামনে ব্যারিকেড রাখা হয়েছে। রয়েছেন প্রচুর পুলিশকর্মী।
পুলিশ জানিয়ে দিয়েছে, স্বাস্থ্য ভবনের অনেকটা আগেই ডাক্তারদের এই মিছিল আটকে দেওয়া হবে।
করুণাময়ীতে ইতিমধ্যেই জমা হয়েছেন চিকিৎসকরা। সেখানেই তাঁদের সঙ্গে বিচারের দাবিতে স্লোগান তুলছেন সাধারণ মানুষ।