শেষ আপডেট: 17th March 2025 12:32
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল দিল্লির উদ্দেশে রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের আগে দিল্লিতে শুভেন্দু-সুকান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে সোমবার সন্ধ্যায়। তাঁদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন বাংলার সমস্ত বিজেপি সাংসদরাও। পরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু।
তবে হঠাৎ দিল্লিতে এই বৈঠকের আয়োজন কেন? আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও, দলীয় সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে রণকৌশল ঠিক করতে ও দলীয় সাংসদদের কী কী করণীয়, তা আলোচনা করতে এই বৈঠক। যেহেতু বর্তমানে অধিবেশন চলছে, তাই দিল্লি ছেড়ে রাজ্যে আসতে পারবেন না সাংসদরা। তাই আজ দিল্লিতে শুভেন্দুকে আমন্ত্রণ জানিয়ে এই বৈঠক সেরে ফেলা হচ্ছে।
কিছুদিন পরেই সাংসদরা কলকাতায় ফিরবেন। তাহলে এত দ্রুত এই বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তা কেন? বিজেপির একাংশের মতে, খুব শিগগিরি রাজ্য সভাপতি নির্বাচন করতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে, তার আগেই রাজ্য বিজেপির দুই শীর্ষনেতার মধ্যে সমন্বয় বাড়ুক। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্ত ও শুভেন্দুর সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছে এবং তাঁদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তাই সাংসদদের সঙ্গে দুই নেতার এই আলোচনাকে দলের ভবিষ্যৎ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে আজকের বৈঠক শেষে সুকান্ত মজুমদারের বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে থাকবে শুধুই বাঙালি খাবার। মেনুতে থাকছে কাতলা মাছের কালিয়া, চুনো মাছের ঝাল, মাংস, ডাল, সবজি, পনির, চাটনি ও গুড়ের মিষ্টি। যাঁরা নিরামিষ খান, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। খাবারের স্বাদ অটুট রাখতে দিল্লিতে একজন বাঙালি ক্যাটারার ও বাঙালি রাঁধুনির ব্যবস্থা করেছেন সুকান্ত নিজে।