শেষ আপডেট: 12th March 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার (Bidhansabha) ভিতরে যখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তখন বাইরে ধর্না অবস্থানে বসে নিজের 'অপরাধের' ব্যাখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার আগে কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখালেন বিজেপি বিধায়করা। সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি বিধানসভায়।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, ''বিরোধী দলনেতা হিসেবে আমার অপরাধ নন্দীগ্রামে তাঁকে হারানো। হিন্দুদের ওপর আক্রমণের বিরুদ্ধে কথা বলা।'' এই প্রসঙ্গে এও বলেন, আগে তাঁর উচিত গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া! কেন এমন মন্তব্য করলেন শুভেন্দু? বিজেপি নেতা বলেন, ''এই মুখ্যমন্ত্রী আগেই গোটা পৃথিবীর হিন্দুদের অপমান করেছেন মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে। তাই আগে গলায় গামছা দিয়ে ক্ষমা চান। তারপর শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলবেন।'' এদিকে নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ টেনেও এদিন মমতাকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দুর বক্তব্য, এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এবং তাঁর পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করেন, অপমান করেন। কিন্তু একসময়ে যখন তিনি মেদিনীপুরে দ্বিতীয় হতেন, তখন অধিকারী পরিবারই তাঁকে প্রথম করিয়েছে। বিজেপি বিধায়কের কটাক্ষ, ''আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত।'' গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু-মমতা। সেই নির্বাচনে হেরেছিলেন তৃণমূল নেত্রী। তা নিয়ে আজও তাঁকে নিশানা করেন শুভেন্দু। বলেন, ৪ বছর আগের হারের জ্বালা এখনও ভুলতে পারেননি মমতা, তাই তাঁদের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছেন।
আসন্ন বিধানসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে দাবি করেন শুভেন্দু। আর এবার নন্দীগ্রাম নয়, ভবানীপুর থেকেই তাঁকে হারাবেন বলে হুঁশিয়ারি দেন। তাঁর স্পষ্ট কথা, নন্দীগ্রামে হারার যন্ত্রণায় এখনও চিৎকার করে চলেছেন মমতা, ভবানীপুরে হেরে আরও ৫ বছর এভাবেই যন্ত্রণা ভোগ করতে হবে তাঁকে।
বুধবার মমতার বিধানসভায় আসার বিষয়টিকেও 'ভোটব্যাঙ্ক' ইস্য়ু বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগের সুরে বলেন, এমনিতে মুখ্যমন্ত্রী বিধানসভায় আসেন না, প্রশ্নোত্তর পর্বে থাকেন না, বিধানসভাকে গুরুত্ব দেন না। আর বুধবার ভোটব্যাঙ্ক বাঁচাতে চলে এসেছেন। '৩৩ শতাংশ ভোট সুরক্ষিত করতে হবে। তাই লুকিয়ে লুকিয়ে এসেছেন বিধানসভায়', এই ভাষাতেই কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
গত ১৭ ফেব্রুয়ারি বিধানসভায় বিশৃঙ্খলার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ চারজন বিজেপি বিধায়ককে এক মাসের জন্য সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগও আনা হয়। সে সময়ই বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু জানিয়েছিলেন, এরপর থেকে মুখ্যমন্ত্রী যখনই বিধানসভায় আসবেন তখনই তাঁকে ধিক্কার জানিয়ে তাঁরা বিক্ষোভ দেখাবেন। গত সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভা অধিবেশনের দ্বিতীয় পর্ব। তাই বিজেপির পূর্ব ঘোষিত সেই কর্মসূচিই চলেছে বুধবার।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রবেশের সময় থেকে কালো জামা পড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা। ওদিকে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে শুভেন্দুর ওই কালো জামা নিয়েই কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যিনি এই কথা বলেছেন তাকে একদিন পস্তাতে হবে। তিনি তিনবার দল বদলেছেন। আগে কংগ্রেস করতেন, তারপর তৃণমূলে এসেছিলেন দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য। তারপর এখন বিজেপিতে গিয়েছেন। আগামী দিনে দেখবেন আবার কোনও দলে যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে!"