শেষ আপডেট: 14th September 2024 16:29
দ্য ওয়াল ব্যুরো: বৈঠকের লাইভ স্ট্রিম নিয়ে রাজ্য সরকারের আপত্তি থাকায় আরজি কর কাণ্ডের প্রতিবাদ করা জুনিয়র ডাক্তাররা নবান্ন গিয়েও ফিরে এসেছিলেন। সেদিন বৈঠক হয়নি। তবে শনিবার দুপুরে আচমকা স্বাস্থ্যভবনে ডাক্তারদের অবস্থান মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রতিবাদকে সমর্থন জানিয়ে বক্তব্যও পেশ করেন। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করছেন, এটা পুরোটাই দ্বিচারিতা।
মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বিক্ষোভ মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করেছেন, তাঁরা যেভাবে রাতের পর রাত ঘুমোতে পারছেন না, মুখ্যমন্ত্রী হিসেবে তিনিও পারছেন না। কারণ তাঁদের জন্য তাঁর চিন্তা হচ্ছে। এই প্রেক্ষিতে শুভেন্দুর দাবি, নাটক করছেন মমতা! তিনি আদতে ভাল মানুষ সাজার চেষ্টা করছেন ডাক্তারদের সামনে এবং তাঁদের সহানুভূতি নিতে চাইছেন। শুভেন্দুর কথায়, ''ডাক্তারদের সঙ্গে বৈঠকের লাইভস্ট্রিমিং হলে তাঁর সমস্যা, এদিকে আজ মুখ্যমন্ত্রী সরাসরি ডাক্তারদের মঞ্চে চলে গিয়ে একতরফাভাবে ভাষণ দিয়ে এলেন। এটায় কোনও সমস্যা হল না।'' বিজেপি বিধায়কের দাবি, আসলে নিজের ব্যক্তিগত স্বার্থে এই কাজ করেছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারীর স্পষ্ট অভিযোগ, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে চাওয়ার শুধু নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান উঠলেই বিষয়টি সিবিআই-এর দিকে ঘোরাতে চাইছেন। নিরাপত্তা সুনিশ্চিত নয় এমন জেনেও তিনি অবস্থান মঞ্চে এসেছেন বলে দাবি করেছেন অথচ তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি! আর কত নিরাপত্তা চান মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক।
জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে এসে নিজের সেই ২৬ দিনের ধর্নার কথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, তাঁর অবস্থান বিক্ষোভের সময়ে কেউ দেখা করতে আসেননি এভাবে। যদিও এই বিষয়েও মমতাকে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, ''মুখ্যমন্ত্রী, আপনার ২৬ দিনের ধর্না কতটা আসল ছিল তা সকলেই জেনে গেছে। আপনি সত্যিই যদি নিজের ভাবমূর্তি বদলাতে চান তাহলে এখনই পদত্যাগ করুন।'' মুখ্যমন্ত্রী হিসেবে না করলেও অন্তত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁকে পদত্যাগের 'পরামর্শ' দিয়েছেন শুভেন্দু।
CM Mamata Banerjee has problem with Live Streaming when there is a bilateral discussion with the Junior Doctors, but she doesn't have any problem with Live Coverage when she suddenly makes an appearance and unilaterally starts delivering an one sided speech, and carefully… pic.twitter.com/2e5vCRhvdT
— Suvendu Adhikari (@SuvenduWB) September 14, 2024
শনিবার ডাক্তারদের ধর্না মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেছেন, হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাতেও তিনি সংস্কারে হাত দিয়েছেন। হাসপাতালে রোগী কল্যাণ সমিতি থেকে রাজনৈতিক নেতাকে সরিয়ে অধ্যক্ষ বা সুপারদের সেই পদে বসানোর আশ্বাস দেন। একই সঙ্গে তাঁর আশ্বাস, ''আমি যদি আপনাদের ধর্না মঞ্চে আসতে পারি, তাহলে আমি বাকিটাও পারব। আমাকে কটা সময় দিন।''
মুখ্যমন্ত্রী এও বলেন, দুর্নীতি নিয়ে কোনও অভিযোগ থাকলে তাহলে নিশ্চয়ই তদন্ত করে সাজা দেওয়া হবে। তাই তাঁরা যেন কাজে ফেরেন। মমতা স্পষ্ট করেন, তিনি দিদি হিসেবে কথা বলতে এসেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়।