শেষ আপডেট: 5th November 2024 14:08
দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই রাজাবাজার ও নারকেলডাঙা এলাকায় অশান্তির অভিযোগ ওঠে। সেই ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবারই এই মামলার শুনানি হতে চলেছে।
গত ১ অক্টোবর বেশকিছু দুষ্কৃতী রাজাবাজার ও নারকেলডাঙা এলাকায় মন্দির এবং গুরুদ্বারে হামলা করে বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকেও অত্যাচার করা হয়েছিল বলে দাবি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথায়, রাজ্যে এর আগে এরকম নৃশংশ ঘটনা আগেও ঘটেছে কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। তাই এই ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত।
কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও হিরন্ময় ভট্টাচাৰ্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আদালত এই মামলার অনুমতি দিয়েছে। বুধবারই মামলার শুনানি হবে। রাজাবাজারে অশান্তির কারণ খুঁজতে সিবিআইকে তদন্তভার দেওয়া হোক, এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এই ঘটনার পর আবার কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে নারকেলডাঙা এলাকায় অশান্তি ছড়িয়েছিল বলে অভিযোগ ওঠে। তা নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে একেবারেই ব্যর্থ সেই দাবি করেন তিনি। যদিও কলকাতা পুলিশ পরে জানায়, সোশ্যাল মিডিয়ায় নারকেলডাঙার ঘটনা নিয়ে ভুয়ো তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। কালীপুজোর কোনও বিসর্জন মিছিলে হামলা হয়নি।
পুলিশের দাবি, বাইকের পার্কিং সম্পর্কিত একটি গোলমালকে কেন্দ্র করে নারকেলডাঙায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয় এবং তা আরও বাড়তে থাকে। পুলিশ সময়মতো হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাই গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।