শেষ আপডেট: 9th August 2024 19:23
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর মৃত্যুকে ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধচ্ছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে হাসপাতাল চত্বরে বিক্ষোভের আঁচ। ছাত্রীর মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিতে এককাট্টা হয়েছেন পড়ুয়ারা। উত্তাল আরজি কর মেডিক্যাল কলেজ চত্বর। আর এই ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সরকারি হাসপাতালে কীভাবে এমন মৃত্যুর ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ লুকাতে চেষ্টা করছে বলেও সরাসরি তোপ দাগেন তিনি। এর খানিকক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে বিক্ষোভে সামিল হন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।
আরজি করে ছাত্রী মৃত্যুর ঘটনায় সরাসরি সিবিআই তদন্তের দাবি জানিেছেন শুভেন্দু অধিকারী। সংশ্লিষ্ট ঘটনাটির প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, "এমন ঘটনা কখনও এই রাজ্যে হয়নি। আমরা রাজ্যের মানুষের সঙ্গে আছি। শীঘ্রই এই ঘটনায় সিবিআই তদন্তের দরকার।"
এদিকে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ। তবে চিকিৎসকের মায়ের দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। ‘অর্ধনগ্ন’ অবস্থায় জুনিয়র ডাক্তারের দেহ পড়েছিল বলেও দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর ঘটনার দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন বলে জানান ছাত্রীর বাবা।
শুক্রবার সকালে আরজি করের ইমার্জেন্সি বিভাগের চার তলায় সেমিনার হল থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন তিনি। দুই চিকিৎসকের সঙ্গে খাওয়ার পরে রাত ২টো নাগাদ সেমিনার হলে পড়াশোনা করতে গিয়েছিলেন। তারপর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
এরপর শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ হাসপাতালের কর্মীরা ছাত্রীর দেহ দেখতে পান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পড়ুয়ার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও অর্ধনগ্ন অবস্থায় তাঁকে পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। মৃতের চিকিৎসক বন্ধুদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। আবার ধর্ষণ করে খুনেরও অভিযোগ তুলেছেন পড়ুয়াদের একাংশ। শুক্রবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার অন্যতম ব্যস্ত সরকারি হাসপাতালে।