কাউন্সিলর ছন্দা সরকার এবং শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 27th September 2024 16:13
দ্য ওয়াল ব্যুরো: নির্মীয়মাণ ফ্ল্যাটের স্কোয়ারফুট পিছু ৮০ টাকা চেয়ে দরকষাকষি। প্রোমোটারের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরের দরাদরির ভিডিও প্রকাশ করে অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার ১২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর দরাদরি করছেন প্রোমোটারের সঙ্গে। নির্মীয়মাণ ফ্ল্যাটের প্রতি স্কোয়ারফুট পিছু ৮০ টাকা করে চাইতেও শোনা যায় ওই ভিডিওয়।
ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'তোলামূল কংগ্রেসের ঝাড়ের সব বাঁশ-ই সমান !!! দুর্নীতি ও এদের নেতা নেত্রী সমার্থক। কলকাতা পুরসভার আর এক "স্কোয়ার ফুট (square foot) কাউন্সিলর" কে চিনে রাখুন। ১২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর; শ্রীমতি ছন্দা সরকার এক প্রোমোটার এর সাথে রফা করছেন।'
যদিও এই ভিডিও ভাইরাল হতেই ১২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার বলেন, 'ওদের নোংরামো ওদের কাছেই রাখতে দিন। আমি অন্তত কোনও দিন এরকম নোংরামি করিনি আর করিও না। শুভেন্দু অধিয়ারি আমার সামনে যেন এসে বলে। পায়ের জুতো খুলে কী করে মারতে হয় তাও জানি। তৃণমূল থেকে শুভেন্দু অনেক কামিয়ে গেছেন। এখানেও কিছু চামচা বিজেপি আছে তারাই ওর কানে এসব দিয়েছে। সেই চামচার নাম বলতে বলুন।'
কাউন্সিলরের এহেন বক্তব্যের পাল্টা দিয়ে শুভেন্দু বলেন, 'আমি কেন ওঁর বাড়িতে যেতে যাব। ওঁর বাড়িতে তো পুলিশ যাবে, ইডি যাবে। উনি মামলা করুন। আমিও বলব ভিডিও ফরেন্সিকে পাঠাতে। ওঁর গলা থেকে কাকুর মতো ভয়েজ স্যাম্পল নিতে। এরপর যদি ভুল প্রমাণ হয় আমি ক্কমা চেয়ে নেব।'