শেষ আপডেট: 23rd October 2024 15:06
দ্য ওয়াল ব্যুরো: জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজের জটিলতা আপাতত কাটল। বুধবার এই নিয়ে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, নতুন করে কাজ শুরু করাতে কোনও বাধা নেই। তবে গাছ কাটা বা গাছ কেটে স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই, বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে, এই রুটের মেট্রো প্রকল্পের কাজ শুরু করতে কোনও বাধা নেই। তবে পরিবেশ মন্ত্রকের অনুমতি ছাড়া নতুন করে কোনও গাছ কাটা বা অন্যত্র স্থানান্তর করা যাবে না।
বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলছে। পথ সম্প্রসারণের কাজ এখনও বাকি রয়েছে। তবে শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা গাছ কাটা আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তবে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মামলাকারী। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ময়দান এলাকায় নতুন করে কোনও গাছ কাটা যাবে না। পরবর্তী শুনানি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বুধবারের শুনানিতে কাজ শুরুর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি না করলেও গাছ কাটার বিষয় নিয়ে কড়া নির্দেশই দিয়েছে শীর্ষ আদালত। সলিসিটর জেনারেল জানিয়েছেন, বাস্তবে কোনও গাছ পুরোপুরি কেটে ফেলা হয়নি। অন্যত্র প্রতিস্থাপনের জন্য উপড়ে ফেলা হয়েছে। এছাড়া ১০০-র কাছাকাছি গাছ অন্যত্র লাগানোও হয়েছে। যদিও এই বক্তব্য মানতে চাননি মামলাকারীর আইনজীবী। তাঁর কথায়, স্টেশন তৈরির সময়ে নতুন করে পরে গাছ কাটা হতেই পারে। দু-পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট মেট্রোর কাজে হস্তক্ষেপ না করলেও গাছ কাটার ইস্যুতে অনুমতি নেওয়ার কথা বলেছে।
মামলকারী দাবি করেছিলেন, ৭০০-র বেশি গাছ কাটা হয়েছে ইতিমধ্যে। ময়দান এলাকায় সবথেকে বেশি গাছ কাটা হয়েছে। তার ফলে গোটা শহরের ব্যাপক ক্ষতি হচ্ছে বলেও জানানো হয়েছিল। এই প্রেক্ষিতেই গাছ কাটা বন্ধের আর্জি জানানো হয়।