শেষ আপডেট: 30th September 2024 09:29
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। এর আগে ২৭ তারিখ শুনানির দিন ঘোষণা করা হলেও তা পিছিয়ে গেছিল। তাই সোমবারের শুনানির দিকে তাকিয়ে রয়েছে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে আপামর রাজ্যবাসী। সুপ্রিম কোর্ট এই মামলার কী বলছে তার ওপর নির্ভর করে আবার কর্মবিরতির ডাক দিতে পারেন আন্দোলনকারীরা।
এই নিয়ে দু'বার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি পিছিয়েছে। তবে সূত্রের খবর, সোমবার শুনানি হলেও তার সময় বদল হয়েছে। সকালের পরিবর্তে দুপুরে এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে। দুপুর ২টোয় মামলাটির শুনানি হওয়ার কথা। এদিনের শুনানিতেও সিবিআই-এর থেকে স্ট্যাটাস রিপোর্ট চাইতে পারে দেশের শীর্ষ আদালত।
এই মামলার গত শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের উদ্দেশে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল। প্রথমত, প্রতি হাসপাতালে প্রশাসনিক, নার্স ও ডাক্তার, কর্মীদের নিয়ে একটি করে তদারকি কমিটি গঠন। দ্বিতীয়ত, একটি গোপন অভিযোগ সংক্রান্ত কমিটি গঠন। তৃতীয়ত, যৌন হেনস্তা সংক্রান্ত একটি অভ্যন্তরীণ অভিযোগ মীমাংসা কমিটি এবং শেষোত ডাক্তারদের কাজের চাপ মুক্তির জন্য একটি কাউন্সেলিং সেন্টার গঠন করতে বলা হয়েছিল। পাশাপাশি আদালতের নির্দেশ ছিল, ৭ থেকে ১৪ কর্মদিবসের মধ্যে নিরাপত্তা সহ অন্যান্য সুযোগসুবিধার কাজ সম্পূর্ণ করতে হবে।
অন্যদিকে, সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছিল তা দেখে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বলেন, স্ট্যাটাস রিপোর্টে যা রয়েছে তা ভয়ঙ্কর। সিবিআই-কে তদন্তের জন্য সময় দিতেই হবে। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের নির্দেশ দেওয়ার দাবি তোলা হয় আদালতে। সেই ইস্যুতে প্রধান বিচারপতি চন্দ্রচূড় ওই আইনজীবীকে ভর্ৎসনা করে স্পষ্ট করে বলেন, ''এটা কোনও রাজনৈতিক মঞ্চ না যে এমন নির্দেশ দেব। মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দেওয়া আমাদের কাজ নয়।''