শেষ আপডেট: 4th November 2024 00:20
দ্য ওয়াল ব্যুরো: ভাইদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় রবিবার সকাল থেকেই ঘরে ঘরে পালিত হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া। এই স্রোতের বিপরীতে হেঁটে বোন ফোঁটারও আয়োজন হল কলকাতার বুকে। এক দু’জনকে নয়, গণ বোন ফোঁটার আয়োজন হল মানিকতলা খালপাড়ে।
প্রতিবছরের মতো এই বছরেও ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে আয়োজিত হল এই অভূতপূর্ব অনুষ্ঠান। আট থেকে আশি প্রচুর মানুষের সমাগম ঘটেছে এদিনের অনুষ্ঠানে। উৎসবের মেজাজে সেজে উঠেছিল মানিকতলা খালপাড়। রঙিন পোশাকে এলাকার বোনদের ফোঁটা দেওয়ার মাধ্যমে সংগঠিত হয় অনুষ্ঠান পর্ব। তবে মূল আকর্ষণ হল আগে বোনেরা ফোঁটা পায়, তারপর একইভাবে ভাইদের ফোঁটা দেয়।
মূলত, ভাষা ও চেতনা সমিতির ফুটপাতের পাঠশালায় ২০০ জনকে নিয়ে এদিনের অনুষ্ঠানটি করা হয়েছে। ২০১৬ সাল থেকে প্রতিবছর এই আঙিনাতেই ভাইফোঁটার উৎসব পালন হয়।
২০০৯ সালে আয়লা বিধ্বস্ত সুন্দরবনের বাগ বাগানে দু’হাজার মানুষকে নিয়ে গণ বোনফোঁটার সূচনা করে ভাষা ও চেতনা সমিতি। ২০১৬ থেকে তারই ধারাবাহিকতায় মানিকতলা খালপাড়ে হচ্ছে বিশেষ অনুষ্ঠান। শিশুদের উপহার হিসেবে তুলে দেওয়া হয় রঙ পেন্সিল ও চকলেট। ছিল লুচি, তরকারি ও মিষ্টি। এদিন কবিতা ও গানে স্মরণ করা হয় সুকুমার রায়কে।
ভাষা ও চেতনা সমিতির পক্ষে ইমানুল হক জানান, 'বাচ্চাদের কম্পিউটার ও বড়দের সেলাই এবং নাটক ও গান শেখার ব্যবস্থা করেছে সংগঠন। গড়ে উঠেছে নাটকের পাঠশালা।'