শেষ আপডেট: 19th August 2024 11:44
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে একাধিক পোস্ট করেছিলেন। তাঁকে লালবাজার দু'বার তলবও করেছে। কিন্তু সাড়া দেননি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এবার তিনি গ্রেফতারির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। রক্ষাকবচের আবেদন করেছেন তিনি। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।
তৃণমূল সাংসদ কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পক্ষে দাবি জানিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছিলেন। এছাড়া আরজি কর ইস্যুতে প্রতিবাদ করে একাধিক প্রশ্নও তুলেছিলেন। তারপরই ঘটনাচক্রে তাঁকে লালবাজার তলব করে। যদিও পরপর দু'বার তলবেও সুখেন্দু শেখর সাড়া দেননি। তাই তিনি এখন গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। সোমবার তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে।
মহিলা চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ, খুনের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠি দিয়েছেন সুখেন্দু। এর আগে বক্তব্য ছিল, শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের অনেক জায়গাতেই এমন পৈশাচিক ঘটনা ঘটেছে, ঘটেও। তা যাতে ভবিষ্যতে আর না হয় সেজন্য আরও কঠোর আইন আনা জরুরি। শনিবার এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দেন তিনি। স্বাভাবিকভাবেই বলা যায়, দলের বর্ষীয়ান এই নেতা তথা সাংসদের এমন আচরণে অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের।
তবে শুধু আরজি কর ইস্যু নয়, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা আরজি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁদের ওপর যেভাবে লাঠিচার্জ করেছে পুলিশ, তারও প্রতিবাদ করেন সুখেন্দু। সমর্থকদের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক জমায়েতে পুলিশি নির্যাতন এবং গ্রেফতারির বিরুদ্ধে একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন তিনি।