Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Abhijit Gangopadhayay

ভেঙেছে শরীর, সারাক্ষণের সঙ্গী নল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে সুকান্ত

বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। 

ভেঙেছে শরীর, সারাক্ষণের সঙ্গী নল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে সুকান্ত

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে দেখতে সুকান্ত মজুমদার

শেষ আপডেট: 16 June 2025 14:15

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাত থেকে হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhayay)। প্রথমে পেটে ব্যথা এবং বমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। পরে জানা যায়, তিনি প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। সোমবার তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্য বিজেপি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে এখনই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও সার্জারির বিশিষ্ট চিকিৎসকরা।

সোমবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির হাসপাতালের ছবি সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, তাঁর নাকে ঢোকানো রয়েছে নল। শরীর যে পুরোপুরি ভেঙে গেছে তার প্রমাণও মেলে। কিন্তু এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আপডেট দিয়েছেন সুকান্ত মজুমদার।

জানান, এই ধরনের রোগের লম্বা চিকিৎসার প্রয়োজন। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হয়েছে। তিনি এই মুহূর্তে বিপন্মুক্ত হলেও খানিক চিন্তা রয়েছে। তবে তাঁর আশা, চলতি মাসেই হাসপাতাল থেকে মুক্তি পাবেন তমলুকের বিজেপি সাংসদ। হাসপাতালের তরফেও বিবৃতি দেওয়া হয়েছে।

গত রবিবার সকালেই হাসপাতালের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছিল। স্পষ্ট জানানো হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে। আগামী বেশ কিছু দিন তাঁকে পর্যবেক্ষণে থাকতে হবে। 


ভিডিও স্টোরি