বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে দেখতে সুকান্ত মজুমদার
শেষ আপডেট: 16 June 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাত থেকে হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhayay)। প্রথমে পেটে ব্যথা এবং বমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। পরে জানা যায়, তিনি প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। সোমবার তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্য বিজেপি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে এখনই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও সার্জারির বিশিষ্ট চিকিৎসকরা।
সোমবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির হাসপাতালের ছবি সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, তাঁর নাকে ঢোকানো রয়েছে নল। শরীর যে পুরোপুরি ভেঙে গেছে তার প্রমাণও মেলে। কিন্তু এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আপডেট দিয়েছেন সুকান্ত মজুমদার।
জানান, এই ধরনের রোগের লম্বা চিকিৎসার প্রয়োজন। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হয়েছে। তিনি এই মুহূর্তে বিপন্মুক্ত হলেও খানিক চিন্তা রয়েছে। তবে তাঁর আশা, চলতি মাসেই হাসপাতাল থেকে মুক্তি পাবেন তমলুকের বিজেপি সাংসদ। হাসপাতালের তরফেও বিবৃতি দেওয়া হয়েছে।
গত রবিবার সকালেই হাসপাতালের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছিল। স্পষ্ট জানানো হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে। আগামী বেশ কিছু দিন তাঁকে পর্যবেক্ষণে থাকতে হবে।