এক সঙ্গে বসে 'মন কি বাত' শুনছেন সুকান্ত-শুভেন্দু
শেষ আপডেট: 27th October 2024 12:49
দ্য ওয়াল ব্যুরো: এক সঙ্গে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
রোববার সকালে সুকান্তর নিউ টাউনের বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই একসঙ্গে বসে ল্যাপটপে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শোনেন দু’জন।
বিজেপি অন্দরে কথা উঠছে, শাহ-সহ দলের কেন্দ্রীয় নেতৃত্ব আগেই বরাবর বাংলার রাজনৈতিক এবং পরিষদীয় দলের সদস্যদের একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। রোববার দুই মাথা এক হওয়ার মধ্যে সেই বার্তার বাস্তব ছবিই দেখতে পাচ্ছেন অনেকে।
এদিকে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজই বনগাঁয় একটি সরকারি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন তিনি। সেখান থেকে ফিরে নিউ টাউনের একটি হোটেলে উঠবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হোটেলের কাছেই সুকান্তর বাড়ি। শাহ ফিরলে সম্ভবত শুভেন্দু এবং সুকান্ত এক সঙ্গেই তাঁর সঙ্গে দেখা করতে যাবেন।
প্রসঙ্গত, প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান হয়। রেডিওতে দেশের মানুষের উদ্দেশে বার্তা দেন নরেন্দ্র মোদী। বিজেপির সাংসদ বা বিধায়কেরা নিজ নিজ সাংবিধানিক কেন্দ্রে দলীয় কর্মীদের সঙ্গে করে বসে এই অনুষ্ঠান শোনেন।