শেষ আপডেট: 18th December 2024 10:56
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার গভীররাতে স্বাস্থ্য পরীক্ষার পর কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিজাম প্যালেসেই নিয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গেছে, জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর মধ্যরাত ২টো ২৬ মিনিট নাগাদ তাঁকে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতেই জোকার ইএসআই হাসপাতালে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীদের প্রতিনিধি দল। তড়িঘড়ি স্বাস্থ্যপরীক্ষা করানো হয় তাঁর। যদিও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি।
মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি প্রতিনিধি দল প্রেসিডেন্সি জেলে যায়। কিছুক্ষণ পর রাতের দিকে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স। শেষমেশ রাত ১২টা ১৫ মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বের করে আনা হয় কালীঘাটের কাকুকে।
মঙ্গলবার জেল থেকেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এরপর রাত ১২টা ৪৩ মিনিট নাগাদ কেন্দ্রীয় তদন্তকারীরা কালীঘাটের কাকুকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছন। সংস্থার দাবি মেনে মঙ্গলবার কাকুকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তারপরই সুজয়কৃষ্ণ ভদ্রর ঠিকানা বদল নিয়ে নানা জল্পনা শুরু হয়। এতদিন প্রেসিডেন্সি জেলের জেল হাসপাতালে ছিলেন অসুস্থ কাকু। মঙ্গলবার আদালত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়ার পর কাকুকে নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রের অধীনস্থ হাসপাতালে।
এদিন আদালতের নির্দেশের পরেই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণকে হেফাজতে নিতে জেলে পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। এর আগে আদালত সুজয়কৃষ্ণকে বারবার সশরীরে হাজির করানোর কথা বললেও অসুস্থতার কারণে তাঁকে হাজির করানো যায়নি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অন্য হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করানো হবে। সে কারণেই জোকার ইএসআই হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে।
কিন্তু অন্য একটি বিষয় নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। আদালতের নির্দেশে এখনও মেডিক্যাল বোর্ড এখনও গঠন করা সম্ভব হয়নি। সে ক্ষেত্রে বুধবার সকাল পর্যন্ত সিবিআই স্বাস্থ্য পরীক্ষার জন্য অপেক্ষা করবে না কি মঙ্গলবার রাতে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা হবে সেটাই দেখার।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে জামিনে পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তবে এখনও জেল মুক্তি ঘটেনি। উপরন্তু সুজয়কৃষ্ণ জামিন পাওয়ার পরই সিবিআইয়ের তরফে তাঁর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।
এ ব্যাপারে গত মঙ্গলবারই সিবিআইয়ের আইনজীবী আদালতকে এও বলেছিলেন, 'সুজয়কৃষ্ণ ভদ্র অলরেডি অ্যারেস্টড। তাঁকে গ্রেফতার করার জন্য আমাদের অনুমতির দরকার নেই!' তখনই বিভিন্ন মহলের তরফে ধারণা করা হয়েছিল, যে ইডি মামলায় জামিন পেলেও ফের সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে।
নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। এরপর থেকে বারেবারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। নিয়োগ দুর্নীতির জট খুলতে তাঁর ফোন থেকে উদ্ধার হওয়া একাধিক ভয়েজ ক্লিপিং এর সঙ্গে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চান তদন্তকারীরা। সেজন্য আদালতে আবেদন জানান তাঁরা। পরবর্তীতে হাইকোর্ট থেকে অনুমতি মিললেও এসএসকেএমের তরফে জানানো হয়, কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ধরনের পরীক্ষা করা যাবে না।