শেষ আপডেট: 17th March 2025 14:33
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে তরজা। রবিবারই উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সভাপতির অসুস্থতা নিয়ে পোস্ট করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। যা সামনে আসতেই রীতিমতো শুরু হয় চর্চা। পোস্টটি নজরে আসতেই চুপ থাকেননি সুদীপ জায়া নয়না বন্দ্যোপাধ্যায়।
কুণালের দাবি উড়িয়ে তিনি জানিয়ে দেন, তাঁর স্বামী পুরোপুরি সুস্থ। যা নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে সোমবার নিজের ফেসবুক পেজে দু'বছর আগে ভাঙা পা নিয়ে সহযোদ্ধাদের সঙ্গে হাজির হয়েছিলেন দলের বৈঠকে, সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন কুণাল। ক্যাপশনে লেখেন, '২ বছর আগে। তখন পা ভাঙা, অপারেশনের পর। দলের বৈঠকে, সহযোদ্ধাদের সঙ্গে। খোঁজ নিলেন নেত্রী।'
আচমকা এমন পোস্ট করে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন নাকি পাল্টা সুদীপকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুণাল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী তিনি ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন, বাড়িতে বসে নয়, ইচ্ছে থাকলে অপারেশনের পরও ভাঙা পা নিয়ে দলের বৈঠকে যোগ দেওয়া যায়।
2 বছর আগে। তখন পা ভাঙা, অপারেশনের পর। দলের বৈঠকে, সহযোদ্ধাদের সঙ্গে। খোঁজ নিলেন নেত্রী।
Posted by Kunal Ghosh on Sunday 16 March 2025
ঘটনার শুরুটা হয়েছিল রবিবারই। নিজের ফেসবুক পেজেই পরপর দু'টি পোস্ট করেন কুণাল ঘোষ। প্রথম পোস্টে তিনি লিখেছেন, 'সাংসদ, তৃণমূলের লোকসভার দলনেতা, উত্তর কলকাতার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি। পুরো সুস্থ হয়ে যান সুদীপদা। তাঁর অসুস্থতার সময় পাশে আছি আমরা সবাই।'
সাংসদ, তৃণমূলের লোকসভার দলনেতা, উত্তর কলকাতার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি। পুরো সুস্থ হয়ে যান সুদীপদা। তাঁর অসুস্থতার সময় পাশে আছি আমরা সবাই।
Posted by Kunal Ghosh on Saturday 15 March 2025
কিন্তু এরপরই সংবাদমাধ্যমের সামনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না জানিয়ে দেন, আমরা সকাল থেকে দলের বিভিন্ন কাজ নিয়ে পড়ে আছি। দু'জনেই কাজ করছি। কুণালদার কাছে হয়তো কোনও মিস ইনফরমেশন ছিল। তাই লিখে ফেলেছেন। একবার একটা ফোন করে জিজ্ঞাসা করলে আরও ক্লিয়ার হয়ে যেত। সুদীপও তো কাজ করছে। উনি একেবারেই সুস্থ।
এরপর দ্বিতীয় পোস্ট করে কুণাল লেখেন, 'আমি সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে লিখেছিলাম ওঁর পাশে আছি। পুরো সুস্থ হয়ে উঠুন। তারপর দুচারটে ছাগল বলতে ব্যস্ত উনি সুস্থ, বাড়িতে, খোশমেজাজে।'
কুণালের দাবি, 'আরে, অসুস্থ হলে কি হাসপাতালেই থাকতে হবে? বা বাড়িতে চোখ উল্টে শুয়ে থাকতে হয়? আজব তো। সুদীপদা অসুস্থ। চিকিৎসা চলছে। যথেষ্ট চাপের। বিস্তারিত লেখাবেন না। উনি সুস্থ থাকুন। সসম্মানে স্বপদে পার্টির কাজ করুন। এর জন্য জোর করে সুস্থ সাজিয়ে রাস্তায় ঘুরিয়ে ছাগলগুলো যেন ওঁর 'উপকার' না করে। এইসব কিছু গরু, ছাগল, কুকুর, বেড়ালের জন্যই যে কোনও সংগঠনে সমস্যা হয়। এরা ফেসবুকে বিপ্লবী। আর নিজস্বার্থে তেল বাজিতে। কোন্ ওয়ার্ডে থাকে, জেলার কর্মীরাও জানেন না, কারণ ওয়ার্ড, এলাকায় সম্পর্ক নেই। এদের মধ্যে দুএকটা নেড়িকে আদর করে দেখুন। এরা ভালোবাসা বোঝে না। অন্য কোথাও বিস্কুট পাওয়ার ধান্দায় আপনাকেই কামড়াতে আসবে।'
আমি সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে লিখেছিলাম ওঁর পাশে আছি। পুরো সুস্থ হয়ে উঠুন। তারপর দুচারটে ছাগল...
Posted by Kunal Ghosh on Sunday 16 March 2025
যদিও কুণালের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যে খুব একটা মধুর নয় তার প্রমাণ বারবার মিলেছে। এর আগেও প্রকাশ্যে একাধিকবার তৃণমূল সাংসদের সমালোচনা করে দলের ক্ষোভের মুখে পড়েছেন কুণাল। যদিও তাতে লাভের লাভ হয়নি। তবে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দলের অস্বস্তি বাড়ালেন কুণাল।