শেষ আপডেট: 24th December 2023 01:03
দ্য ওয়াল ব্যুরো: শোভাবাজার মেট্রো স্টেশন এবং বাগবাজারে মায়ের বাড়ি লাগোয়া এলাকায় বসবাসকারী একশো পথশিশু শনিবার গরম জামা কাপড় উপহার পেল। পেল কেক এবং নানা ধরনের শুকনো খাবার। ক্রিসমাসে উপহার পেয়ে দারুণ খুশি কচিকাচারা।
এই আয়োজনের উদ্যোক্তা ছিল শহরের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান বাগবাজার উইমেন্স কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন এবং অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগ। ওই দুই বিভাগের ছাত্রীরাই সান্তা ক্লজ হয়ে উপহার তুলে দেন পথশিশুদের হাতে।
অনেক দিন ধরেই এজন্য হাত খরচের একাংশ জমাচ্ছিল ওই দুই বিভাগের ছাত্রীরা। এই ব্যাপারে তাঁদের উৎসাহ দেন সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রধান অধ্যাপক বিশ্বজিৎ দাস এবং অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের অধ্যাপক সায়ন্তনী ভট্টাচার্য।
বিশ্বজিৎ দাসের উদ্যোগে এর আগে উত্তরবঙ্গের চা-বাগান, জঙ্গলমহল, সুন্দরবন এলাকায় গিয়ে পড়ুয়ারা দুঃস্থদের জামা কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে। ওই শিক্ষকের কথায়, উন্নয়নমুখী সাংবাদিকতায় সাধারণ মানুষের দুরবস্থা এবং তার কারণ অনুসন্ধান জরুরি। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের পড়ুয়াদের দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নমুখী সাংবাদিকতার হাতেকলমে শিক্ষা পাচ্ছে।