যাদবপুর বিশ্ববিদ্যালয়
শেষ আপডেট: 22nd September 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার রাজনৈতিক রং দেখে পড়ুয়াদের নম্বর দেওয়ার অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের বিরুদ্ধে।
বিভাগীয় প্রধানের অফিস ঘেরাওয়ের এসে পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে পড়ুয়ারা জানিয়েছে, তদন্ত কমিটি গঠন করা হোক। তাহলেই আসল ঘটনা সামনে আসবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নামী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ঘিরে শোরগোল তৈরি হয়েছে শিক্ষামহলে।
ঠিক কী ঘটেছে?
আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বাম মনস্ক অধ্যাপকরা মূলত রাজনৈতিক রং দেখেই পড়ুয়াদের নম্বর দেন। তাঁদের অভিযোগ, শুধুমাত্র এসএফআই করলেই নাকি পড়ুয়াদের বেশি নম্বর দেওয়া হয়। অন্য কোনও ছাত্র সংগঠনের যুক্ত হলে যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের কম নম্বর দেওয়া হয়, এমনকী প্রয়োজনে জোর করে ফেলও করানো হয়। যে কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও পিএইচডি বা ফার্স্ট ক্লাস পাচ্ছেন না অনেকেই।
পড়ুয়াদের অভিযোগ, এ ব্যাপারে বারংবার বলার পরও কর্তৃপক্ষকে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। সেকারণেই সমস্যার সমাধানে এবার বিক্ষোভের রাস্তায় নেমেছেন তাঁরা।
শনিবার বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তীর দফতর, অ্যাডাল্ট কনটিনিউইয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিল্ডিং ঘেরাও করে চলে বিক্ষোভ। পরে শুরু হয় অনশনও। যদিও ডিপার্টমেন্টের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই তড়িঘড়ি বিভাগীয় বোর্ড অব স্টাডিজের বৈঠকের আয়োজন করা হয়। পড়ুয়াদের দাবি মেনে রিভিউয়ের আশ্বাসও দেওয়া হয়েছে।
এব্যাপারে বিভাগীয় প্রধান জানান, ইন্টারনাল পরীক্ষা নিয়ে অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি বাইরের বিশেষজ্ঞদের রেখে ফাইনাল সেমিস্টারের পরীক্ষার রিভিউ করা হবে।
আপাতত অনশন প্রত্যাহার করেছেন পড়ুয়ারা। একই সঙ্গে এও জানিয়েছেন, যথাযথ তদন্ত না হলে ফের আন্দোলন সংগঠিত করা হবে।