Salt Lake
শেষ আপডেট: 28th September 2024 00:31
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে সল্টলেকের সেচ দফতরের বহুতল আবাসন থেকে ঝাঁপ দিল এক ছাত্র।
ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট আবাসন চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ওই ছাত্র নিউটাউনের আমিটি ইউনিভার্সিটি পড়তেন। কী কারণে ওই ছাত্র ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, এদিন ইউনিভার্সিটিতে কোনও গন্ডগোলের সঙ্গে ওই ছাত্র জড়িয়ে গিয়েছিল। তারই জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে আবাসনের ছাদে উঠে গিয়েছিল ওই ছাত্র। এরপর সকলের অলক্ষ্যে সে ছাদ থেকে ঝাঁপ দেয়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।