দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছিল। রাজনৈতিক সুপারিশ ও দুর্নীতির অভিযোগের চাপ সামলাতে এবার কঠোর পদক্ষেপ করল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, সমস্ত স্থায়ী নিয়োগ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে। অর্থাৎ, স্থানীয়ভাবে নিয়োগের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেল।
গত কয়েক বছরে একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে অয়ন শীলের এজেন্সির মাধ্যমে পরীক্ষা আয়োজন, ওএমআর শিট উদ্ধারের ঘটনা, বিভিন্ন পুরসভায় রাজনৈতিক হস্তক্ষেপে অবৈধ নিয়োগ— এসব নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি বাড়ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত শুরু করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।