শেষ আপডেট: 13th August 2024 15:28
দ্য ওয়াল ব্যুরো: আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার ৪ ঘণ্টার মধ্যেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে বসিয়েছিল রাজ্য স্বাস্থ্যভবন। যা নিয়ে এদিন ডাক্তারি ছাত্রী খুনের মামলার শুনানিতে সন্দীপ ঘোষ কতখানি প্রভাবশালী তা নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
অবিলম্বে আরজিকরের অভিযুক্ত অধ্যক্ষকে ছুটিতে পাঠানোর নির্দেশও দিয়েছিল আদালত। তারপরই সন্দীপ ঘোষ, যাঁকে কলকাতা ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে বসানো হয়েছিল, তাঁকে ১৫ দিনের ছুটিতে পাঠাল রাজ্য। একই সঙ্গে অজয়কুমার রায়কে ন্যাশনাল মেডিক্যালের দায়িত্বে পুনর্বহাল করা হল। মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিকে একথা জানিয়েছে স্বাস্থ্য ভবন।
আরজিকরে ডাক্তারি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পড়ুয়াদের লাগাতার আন্দোলনের মুখে সোমবার সকালে স্বাস্থ্য ভবনে গিয়ে পদত্যাগপত্র দিয়ে এসেছিলেন আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি বলেন, "আমি কোনও চাপের মুখে পদত্যাগ করছি না। আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার অভিঘাতে আমি বিপর্যস্ত। শুধু একজন শিক্ষক হিসেবে নয়, একজন বাবা হিসেবেও কিছুতেই এটা মানতে পারছি না।" একই সঙ্গে আরজিকরে ঘুঘুর বাসা রয়েছে, তিনি সেটা ভাঙার চেষ্টা করেছিলেন বলেই তাঁর নামে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন সন্দীপবাবু।
এর পরে বিকেলেই ন্যাশনাল মেডিক্যাল কলেজে প্রিন্সিপালের দায়িত্ব বহাল করা হয় তাঁকে। আর কলকাতা ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ অজয়কুমার রায়কে বদলি করা হয় স্বাস্থ্য ভবনে। সেখানে তাঁকে ওএসডি পদে বদলি করা হয়েছিল।এই বিজ্ঞপ্তি জারির পরেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কুশপুতুল পোড়ান আন্দোলনরত ডাক্তাররা।
এদিন আদালতে কথা ওঠে, আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার পরে প্রিন্সিপাল নিজেই ইস্তফা দিয়েছেন। কিন্ত সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। প্রধান বিচারপতি মন্তব্য করেন, 'রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত!'
এদিন প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেন, 'কেউ আইনের ঊর্ধ্বে নন। ওই প্রিন্সিপাল কি এতটাই প্রভাবশালী যে তাকে মাত্র ৪ ঘন্টার মধ্যে অন্য কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হল?' এজলাসে উপস্থিত সন্দীপের আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেছেন, 'আপনার উচিত এখনই বাড়িতে বসে থাকা। আপনি এতটাই প্রভাবশালী, যে আপনাকে চার ঘণ্টার মধ্যে পুরস্কার দেওয়া হল?'
এরপরই অবিলম্বে সন্দীপকে ছুটিতে পাঠানোর জন্য রাজকে কড়া্ হুঁশিয়ারি দিয়েছিল আদালত।