Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূলAhmedabad Plane Crash: যাত্রী সুরক্ষায় গাফিলতি? দুর্ঘটনায় সরকারি বিবৃতিতে উঠছে প্রশ্নপাকিস্তানি আজাদের হাত ধরে ভোটার তালিকায় ৭৮ বিদেশি! তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি ইডিরআমি বলেছিলাম বলেই তো ‘শোলে’-তে অমিতাভকে নেওয়া হয়েছিল: ধর্মেন্দ্র‘চাকরি চাই’, এইচআর-কে প্রশ্ন করে ভাইরাল, এখন অটো চালান বেঙ্গালুরুর প্রাক্তন আইটি কর্মী পণের মিথ্যা মামলার প্রতিবাদে বৌয়ের পাড়ায় চায়ের দোকান যুবকের! হাতকড়া পরে চলছে বেচাকেনাWTC Final: ‘বিরাট’ জ্যোতিষী! সাত বছর আগে করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন মার্করাম
RG Kar Case

RG Kar Case: গণধর্ষণ নয়, ফের বলল সিবিআই! কেন আপত্তি পরবর্তী তদন্তে? স্পষ্ট করল রাজ্য

রাজ্যের সওয়াল, তদন্ত শেষ, বিচার প্রক্রিয়া শেষ, বিশেষ আদালত সাজা ঘোষণা করেছে। এরপর একই অভিযোগের ক্ষেত্রে পরবর্তী তদন্ত করা যায় না। তাঁরা আবার রিজওয়ানুর রহমানের মামলার প্রসঙ্গ তুলে এনেছে। 

RG Kar Case: গণধর্ষণ নয়, ফের বলল সিবিআই! কেন আপত্তি পরবর্তী তদন্তে? স্পষ্ট করল রাজ্য

ফাইল চিত্র

শেষ আপডেট: 28 March 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার আরজি কর মামলায় (RG Kar Case) স্ট্যাটাস রিপোর্ট (Status Report) জমা দিয়েছে সিবিআই (CBI)। তাঁরা উল্লেখ করেছে, নতুন করে তিনজনের ওপর নজর রাখা হচ্ছে। তাঁদের কল রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। তবে এরা কারা, সে বিষয়ে স্পষ্ট করা হয়নি। এদিকে, তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আদালত একাধিক প্রশ্ন করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। মামলার পরবর্তী শুনানিতে সেইসব প্রশ্নের উত্তর দিতে হবে সিবিআই-কে। 

এই ঘটনায় ইতিমধ্যে বিশেষ আদালত সাজা ঘোষণা করেছে। তারপরও সিবিআই এখন ঠিক কী নিয়ে তদন্ত করছে তা জানতে চায় আদালত। তদন্তকারীদের জানিয়েছেন, ঘটনার পরে তথ্যপ্রমাণ লোপাট, নষ্ট করা সহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে কারা কারা যুক্ত ছিল সেটাই এখন দেখা হচ্ছে। সমস্ত নার্স, চিকিৎসক এবং যাদের জিজ্ঞাসাবাদ করার দরকার ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে সিবিআই এটাও আবার স্পষ্ট করেছে, মূল ঘটনা অর্থাৎ ধর্ষণ-খুনে সঞ্জয় রায় একাই যুক্ত ছিল। 

শুক্রবার আদালতে যে স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সিবিআই তাতে এও উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে। তাই মূল ঘটনা ধামাচাপা দেওয়ার কাজে কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে তাঁরা। একই সঙ্গে বলা হয়েছে, ২৪ জনের বয়ান রেকর্ড করা ছাড়া হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এদিকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই ফের পরিষ্কার করে বলেছে, এটা গণধর্ষণের ঘটনা নয়। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত এবং তাঁদের তদন্ত এটাই বলছে। কিন্তু পুরো তদন্ত কবে শেষ হবে তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টত কিছু বলতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। এদিকে বর্তমানে সিবিআই যে তদন্ত করছে তাতে আপত্তি জানিয়েছে রাজ্য। তাঁরা আবার রিজওয়ানুর রহমানের মামলার প্রসঙ্গ তুলে এনেছে। 

রাজ্যের সওয়াল, তদন্ত শেষ, বিচার প্রক্রিয়া শেষ, বিশেষ আদালত সাজা ঘোষণা করেছে। এরপর একই অভিযোগের ক্ষেত্রে পরবর্তী তদন্ত করা যায় না। যদি মামলা চলাকালীন তদন্তে কোনও খামতি থাকে তাহলে পরবর্তী তদন্তের নির্দেশ আদালত দিতে পারে। যুক্তি রাজ্যের। সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের আইনজীবীর বক্তব্য, মামলা গ্রহণের ক্ষেত্রে উৎসাহ দেখা যায়, কিন্তু শেষ কবে হবে সেটা কেউ বলতে পারছে না। তাহলে কীভাবে হবে? রিজওয়ানুর রহমানের মামলায় বিচার প্রক্রিয়া(ট্রায়াল) এখনও শেষ হয়নি, ১৮ বছর হয়ে গেল। যদিও রাজ্য স্পষ্ট করেছে, আইন অনুযায়ী আদালত যদি পরবর্তী পর্যায়ের তদন্তের নির্দেশ দেয় তাহলে কোনও আপত্তি নেই তাঁদের। 

এদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবী প্রশ্ন তুলেছেন পুলিশ এবং সিবিআই - উভয়ের ভূমিকা নিয়েই। তাঁর বক্তব্য, দুই পক্ষের পর্যায়ভিত্তিক তদন্ত পদ্ধতি দেখলে অবাক হতে হয়। পরিবার যতক্ষণ না পর্যন্ত এফআইআর করেছে ততক্ষণ পর্যন্ত কেউ তা করার প্রয়োজন মনে করেনি। প্রিন্সিপাল বা হাসপাতালের সুপার কেউই এফআইআর করেননি। এই প্রেক্ষিতে তদন্তে কাদের, কাদের এখনও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার তালিকা সিবিআইয়ের কাছে চেয়েছে আদালত। কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া কেস ডায়রি পেশ করার জন্য সিবিআইকে মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি। 


ভিডিও স্টোরি