শুক্রবার আদালতে যে স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সিবিআই তাতে এও উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে। তাই মূল ঘটনা ধামাচাপা দেওয়ার কাজে কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে তাঁরা। একই সঙ্গে বলা হয়েছে, ২৪ জনের বয়ান রেকর্ড করা ছাড়া হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এদিকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই ফের পরিষ্কার করে বলেছে, এটা গণধর্ষণের ঘটনা নয়। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত এবং তাঁদের তদন্ত এটাই বলছে। কিন্তু পুরো তদন্ত কবে শেষ হবে তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টত কিছু বলতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। এদিকে বর্তমানে সিবিআই যে তদন্ত করছে তাতে আপত্তি জানিয়েছে রাজ্য। তাঁরা আবার রিজওয়ানুর রহমানের মামলার প্রসঙ্গ তুলে এনেছে।