শেষ আপডেট: 29th August 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ডোরিনা ক্রসিংয়ে বিজেপির ধর্না কর্মসূচি ঘিরে নয়া বিতর্ক তৈরি হয়েছে। কারণ বৃহস্পতিবার আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বুধবার এই ইস্যুতে আদালতে গেছিল সরকার কিন্তু বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দিয়েছিলেন, ২৯ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মঞ্চ বেঁধে অবস্থান করতে পারবে বিজেপি। কিন্তু এখন আবার পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
হাইকোর্টে রাজ্য জানিয়েছে, বুধবার রাতেই তাঁরা বিজেপির আইনজীবীকে জানিয়েছিল যে বৃহস্পতিবার তাঁরা আদালতে যাবে। তা সত্ত্বেও এদিন সকাল থেকে মঞ্চ বেঁধে ধর্না কর্মসূচি চালু করে দিয়েছে বিজেপি। রাজ্যের দাবি, যে জায়গায় এই কর্মসূচির জন্য মঞ্চ বাঁধা হয়েছে ওই জায়গায় ধর্না চালিয়ে যাওয়া হলে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়বেন।
রাজ্যের বক্তব্য, ওয়াই চ্যানেলে ধর্না মঞ্চ তৈরি করা হলে তাঁদের কোনও আপত্তি নেই। তবে বর্তমানে যেখানে মঞ্চ বাঁধা হয়েছে সেখান থেকে ১০ ফুট পিছন দিকে ওয়াই চ্যালেন। ফলে মঞ্চ ১০ ফুট সরিয়ে নিলেই সমস্যার সমাধান হয়ে যায়।
তবে রাজ্যের এই দাবি মানতে চাননি বিচারপতি ভরদ্বাজ। তাঁর বক্তব্য, গতকাল যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে লেখা রয়েছে ওয়াই চ্যানেল অথবা ডোরিনা ক্রসিংয়ে ধর্না মঞ্চ তৈরি করতে পারবে বিজেপির তপশিলি মোর্চা। ফলে নির্দেশ ইতিমধ্যেই কার্যকর হয়ে গিয়েছে এবং ধর্না কর্মসূচি চালু হয়ে গেছে। ফলে এই মুহূর্তে তাঁর আর কিছু করার নেই। রাজ্য চাইলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে। বিচারপতি ভরদ্বাজ এও বলেন, ডোরিনা ক্রসিংয়ের শেষ প্রান্ত থেকেই ওয়াই চ্যানেল শুরু হয়। তাই এতে অসুবিধা হওয়ার কথা নয়।