শেষ আপডেট: 14th December 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস, ‘ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ (NAAC)-এর মূল্যায়নে ‘এ+’ গ্রেড পেয়েছে। রাজ্য সরকারের সহায়তাপ্রাপ্ত কলেজের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিকেলে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘জেনে অত্যন্ত খুশি হলাম, রাজ্য সরকারের সহায়তা প্রাপ্ত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস, কলকাতাকে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল A+ গ্রেড দিয়েছে।’
মমতা মনে করিয়ে দেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয় হল পশ্চিমবঙ্গ সরকার, ২০১৮ সালে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস অ্যাক্টের সংশোধনের মাধ্যমে, দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকশনাল সায়েন্সেস-এর মোট ছাত্রের ৫ শতাংশ, যারা আর্থিকভাবে দুর্বল তাঁদের টিউশন ফি মুকুব করা হয়েছে।'
Glad to know that the State-aided National University of Juridical Sciences, Kolkata has been awarded A+ grade by the National Assessment and Accreditation Council (NAAC). Among other things, its introduction of Forensic Science studies and its tie-up with Cambridge University…
— Mamata Banerjee (@MamataOfficial) December 14, 2024
এছাড়া ইউপিএসসি পরিচালিত ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থান পেয়েছেন বাংলার দুই ছাত্র। সে প্রসঙ্গে মমতা এদিন এক্স হ্যান্ডেলে লেখেন,'আমি সিনচান এবং বিল্টুকে অভিনন্দন জানাই। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলার জয়জয়কার হয়েছে। বাচ্চাদের উৎসাহিত করার জন্যই এমন ফলাফল।
Glad to note that the first and the second positions in the UPSC-conducted prestigious Indian Statistical Service examination this year have been won over by two boys from Bengal. While I congratulate the two successful winners, Sinchan and Biltu, I note that our emphasis on…
— Mamata Banerjee (@MamataOfficial) December 14, 2024
প্রতি ৫ বছর অন্তর কলেজ, বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করে ইউজিসি-র ন্যাক। কলেজের শিক্ষাদান, গবেষণা এবং পরিকাঠামোর শ্রেষ্ঠত্বের উপর নির্ভর করে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
দ্য ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ন্যাক) ইউজিসি স্বীকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান, তাঁদের গবেষণা পদ্ধতি, পরিকাঠামো-সহ আরও অনেক বিষয় খুঁটিনাটি পর্যালোচনা করে থাকে। পাশাপাশি, এই দিকগুলির শ্রেষ্ঠত্বের উপর নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গ্রেড দেওয়া হয়।