শেষ আপডেট: 8th December 2024 15:11
দ্য ওয়াল ব্যুরো: ভোর রাতে রোগীর তাণ্ডবে হাসপাতাল জুড়ে হুলুস্থুল কাণ্ড। স্যালাইনের স্ট্যান্ড খুলে ওয়ার্ড জুড়ে রোগীর তাণ্ডব এসএসকেএম হাসপাতালের পিজি পলিক্লিনিকে।
এসএসকেএম হাসপাতালের পিজি পলিক্লিনিকে ওই রোগীকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা জানাচ্ছেন, আজ হাসপাতাল থেকে তাঁর ছুটি পাওয়ার কথা ছিল। গ্যাস্ট্রো বিভাগের অধীনে ওই রোগী এসএসকেএম হাসপাতালেই প্রথমে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে রোগীর অবস্থা একটু উন্নতি হওয়ায় তাঁকে পিজি পলিক্লিনিকে পাঠানো হয়েছিল।
হাসপাতাল সূত্রে খবর, আজ ভোর রাতে আচমকা ওই রোগী বাড়ি যাওয়ার জন্য বায়না করতে থাকেন। তার পরপরই পরিবারের লোকজনকে খুঁজতে শুরু করেন তিনি। পরিবারের লোককে না পেয়ে বাড়িতে যেতে বাধা পেয়ে ওই রোগী উন্মাদ হয়ে আশপাশের যাঁরা রোগী ছিলেন তাঁদের ওপর চড়াও হন। প্রথমে তাঁদের ঘুষি-লাথি মারা, গলা টিপে ধরার মতো কাণ্ড ঘটান। অন্যান্য রোগীর আত্মীয়রা এসে বাধা দিতে গেলে তাঁরাও আক্রান্ত হন।
চিৎকার-চেঁচামেচি শুনে চিকিৎসক, নার্সরা ছুটে আসেন। তাঁরা কোনও রকমে ওই রোগীকে বেডে পাঠিয়ে ব্যান্ডেজ দিয়ে হাত বেঁধে দেন ওই রোগীর। অভিযোগ, সেই বাঁধন খুলে ফেলে রোগী স্যালাইনের স্ট্যান্ড খুলে দিয়ে একজন কর্তব্যরত নার্সের পিঠে আঘাত করেন। ওই নার্সকে বাঁচাতে গিয়ে একজন হাসপাতাল কর্মীরও পায়ে আঘাত লাগে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এসএসকেএম কর্তৃপক্ষ পিজি পলিক্লিনিকে খোঁজ নিয়েছেন। এখনও পর্যন্ত যে রোগীর দ্বারা এই কাণ্ড ঘটিয়েছেন তাঁর সিটি স্ক্যানের জন্য আবার তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।