চাকরিপ্রার্থীদের মাথা কামানোর ছবি
শেষ আপডেট: 3rd January 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রাপকরা আজ করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল করবে। পাশাপাশি এদিনই এসএসসি ভবন ও নবান্নে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। তার আগে ওয়াই চ্য়ানেলে ধর্নামঞ্চে মাথার চুল কামিয়ে ন্যাড়া হয়ে প্রতিবাদে সামিল হলেন। একটাই দাবি, 'যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করা হোক।'
প্যানেল বাতিলের আশঙ্কায় ফের পথে নেমেছেন এসএলএসটি চাকরিপ্রাপকরা। বৃহস্পতিবার মাঝরাত থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান-বিক্ষোভে বসেছেন ২০১৬-র প্য়ানেলে থাকা শিক্ষক-শিক্ষিকারা।
শিক্ষক-শিক্ষিকাদের ৭ জনের প্রতিনিধিদল লালবাজারে গিয়েছিলেন। কিন্তু পুলিশ অবস্থান চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি বলে বিক্ষোভকারীদের দাবি। প্যানেল বাতিলের আশঙ্কায় গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারেরও দ্বারস্থ হন তাঁরা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী। আশ্বাস দেন চাকরি প্রার্থীদের দাবিদাওয়া উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া হবে।
প্রসঙ্গত, এরকমই মাথা কামিয়ে প্রতিবাদের ছবি দেখা গিয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসেও। এবারও চাকরিপ্রাপকদের স্পষ্ট কথা, 'এই দুর্নীতির মধ্যে আমরা নেই। আমাদের অপরাধটা কোথায়? এখনও পর্যন্ত বুঝতেই পারছি না।'
তাঁরা আরও বলেন, 'শুধু এটুকু বুঝতে পারলাম, আমাদের একটাই অপরাধ, ২০১৬ সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি। তাই সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই আমরা ওয়াই চ্য়ানেলে মাথা কামিয়ে ন্যাড়া হচ্ছি।'