বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একমাত্র দৃষ্টিহীন অনশনকারী শিক্ষক রবীন্দ্রনাথ সাহা (Rabindranath Saha)। তাঁকেও আরজি করেই ভর্তি করা হয়েছে।
দৃষ্টিহীন শিক্ষক রবীন্দ্রনাথ সাহা
শেষ আপডেট: 19 June 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: অনশনে বসে অসুস্থ হয়ে পড়েছেন একেরপর এক চাকরিহারা শিক্ষক (SSC Job Deprived Teachers)। একমাত্র মহিলা অনশনকারী শুভ্রা ঘোষ প্রায় অচেতন অবস্থায় আরজি কর হাসপাতালে (RG Kar) ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একমাত্র দৃষ্টিহীন অনশনকারী শিক্ষক রবীন্দ্রনাথ সাহা (Rabindranath Saha)। তাঁকেও আরজি করেই ভর্তি করা হয়েছে।
পিটিশন রিভিউ ও কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফর্ম পূরণ বা পরীক্ষা নেওয়া যাবে না, যোগ্য ও অযোগ্যদের তালিকা ও ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, রি-প্যানেলের ব্যবস্থা করতে হবে, যাচাই করে যোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে, মূলত এই একাধিক দাবিতেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে এসএসসি ভবনের অদূরে সেন্ট্রাল পার্ক লাগোয়া অবস্থানমঞ্চে ‘আমরণ অনশন’ (Hunger Strike) শুরু করেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। অনশনে বসেন ১০ জন শিক্ষক।
তার পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়েন চাকরিহারা অনশনকারীরা। সেই পরিস্থিতিতে যাতে আন্দোলনে ভাঁটা না পড়ে তাই নতুন করে আরও ৬ জন অনশনে বসেন। তাঁদেরই একজন রবীন্দ্রনাথ সাহা। মঙ্গলবার থেকে তিনি অনশনে বসেছিলেন। এদিন তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তড়িঘড়ি আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এমন পরিস্থিতিতেও নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ অনশনকারী চাকরিহারারা। তাঁরা সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চেয়েছেন। হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, অনশনে কারও কিছু হয়ে গেলে দায়ী থাকবে এক ও একমাত্র সরকার।