শেষ আপডেট: 25th September 2024 20:27
প্রিয়ঙ্কা পাত্র
জুনিয়র পিসি সরকার থাকলে কী বলতেন? ম্যাজিক!
আরজি কর কাণ্ডের পর যখন কলকাতা ভারাক্রান্ত, তখন একটি শিরদাঁড়াকে কেন্দ্র করে তেমনই 'ম্যাজিক' ঘটে গেল তিলোত্তমায়।
মেঘলা দিনে আচমকা শহরের বুক থেকে উধাও আস্ত একখানা শিরদাঁড়া! তবে কীভাবে সেটি উধাও হল, তা জানেন না কেউই।
এ শিরদাঁড়া অবশ্য প্রতীকী! আরজি কর কাণ্ডের আবহে একটি পুজো মণ্ডপের তরফে মৃৎশিল্পীদের একটি শিরদাঁড়া বানানোর অর্ডার দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, শিরদাঁড়ার কাজ প্রায় যখন শেষের মুখে, ঠিক তখনই গত সোমবার থেকে আচমকা সেটি উধাও!
অথচ যাঁরা বানাচ্ছিলেন, তাঁদের দাবি, এ ব্যাপারে কিছুই জানেন না। এমনকী যারা অর্ডার দিয়েছিলেন, শিরদাঁড়া খোওয়া যাওয়ার পর তাঁরাও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি বলে খবর।
জানা যাচ্ছে, গিরিশপার্কের মৃৎশিল্পীদের কাছে একটি শিরদাঁড়া বানানোর অর্ডার দিয়েছিলেন বেলেঘাটার একটি পুজো মণ্ডপের উদ্যোক্তারা। বিষয়টি জানতে পারার পর গত সোমবার ওই মৃৎ কারখানায় হাজির হয়েছিলেন পুলিশের কর্তারা। সূত্রের খবর, তারপর থেকেই নাকি আর খোঁজ মিলছে না শিরদাঁড়ার।
দ্য ওয়ালের তরফে গিরিশপার্ক থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশের দাবি, এরকম কোনও ঘটনার কথা নাকি তাঁরা শোনেনইনি! অথচ সকলের মুখে মুখে ঘুরছে শিরদাঁড়ার কথা।