শেষ আপডেট: 3rd December 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: চার মাস হতে চললেও মেলেনি সুবিচার। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পথে নেমেছেন বিভিন্ন মহলের মানুষ। কিন্তু এতদিন কেটে গেলেও তদন্ত সেই তিমিরেই পড়ে রয়েছে। এবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নামলেন বিশেষভাবে সক্ষম তরুণ-তরুণীরা।
মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলে সিবিআইয়ের তদন্তপ্রকৃতি নিয়েই প্রশ্ন তুললেন তাঁরা। নির্যাতিতা কী আদৌ বিচার পাবে? কবে চূড়ান্ত চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-এমনই একাধিক প্রশ্ন তুলে ধরা হয়।
৯ আগস্ট আর জি কর হাসপাতালের সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। ঘটনায় কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার সন্দীপ রায়কে গ্রেফতার করা হয়। তাঁকে মূল অভিযুক্ত করে মামলার চার্জশিট আগেই পেশ হয়েছে। শিয়ালদহ আদালতে চলছে সাক্ষ্য গ্রহণ। কিন্তু এতদিন পেরলেও এখনও মামলার কিনারা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি সুপ্রিম কোর্টও মেপে পা ফেলছে বলে অভিযোগ।
মঙ্গলবার কলকাতায় নির্যাতিতার আত্মার শান্তির দাবিতে রাস্তার উপরেই বসে চলে প্রতীকী পুজোপাঠ। যেখানে দেখা যায় পুরোহিতের ভূমিকায় রয়েছেন একজন প্রতীকী সিবিআই আধিকারিককে দেখা যায়। নির্যাতিতার সুবিচারের দাবিতে মন্ত্র আওড়ে চলেছেন তিনি।
বিশেষভাবে সক্ষমদের অভিযোগ, চার মাস পেরতে চললেও এখনও বিচার মেলেনি নির্যাতিতার। আমরাও আর পাঁচজন মানুষের মতো সুবিচার চাই। সে কারণেই পথে নামা। শীঘ্রই সুবিচার না পেলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছেন তাঁরা।