শেষ আপডেট: 7th April 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: চাকরি (Job) হোক বা মানসিক সমস্যা (Mental Stress), জীবনের নানা সমস্যা থেকে মুক্তির সহজ উপায় হিসাবে আত্মহত্যার (Suicide) প্রবণতা বেড়েই চলেছে। এই মহামারীকে পাকাপাকিভাবে গুডবাই জানাতে রবিবার রাম নবমীর (Ram Navami) দিন কলকাতার রোটারি সদনে (Rotary Sadan) অনুষ্ঠিত হল এক বিশেষ অনুষ্ঠান।
সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি মামলায় ২৬ হাজার জন চাকরি হারিয়েছেন। স্বাভাবিকভাবেই শিক্ষক, শিক্ষিকারা মানসিক অবসাদ থেকে চরম কোনও সিদ্ধান্ত না নেন, সে কারণেই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন বাচিক শিল্পী ঝর্ণা ভট্টাচার্য ও আই কমিউনিকেশনের (I communications) উপদেষ্টা সৌম্যজিৎ মহাপাত্র। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল "অহং স্বাহা"।
এদিনের অনুষ্ঠানে বিশেষত তাঁরাই উপস্থিত ছিলেন, যাঁরা একসময় চরম মানসিক চাপ দাঁতে দাত চেপে সহ্য করলেও কখনওই আত্মহত্যার পথ বেছে নেননি। রাম নবমীর দিন রোটারি সদনের অনুষ্ঠানের শুভ সূচনা করে ঝর্ণা ভট্টাচার্য মনে করিয়ে দেন, "জীবন নদীর মত তাতে উচ্ছল ঝর্ণা থাকবে, থাকবে প্রতিকূলতাও। কিন্তু নদীকে নিজের ইচ্ছাশক্তির জোরেই তার পথ খুঁজে বের করতে হবে এবং আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে হবে। সে কারণেই অকালে নিজেকে শেষ করে দেওয়া কখনওই কাম্য নয়।"
তিনি মনে করিয়ে দেন "বাচ্চারাই আমাদের আমাদের দেশের ভবিষ্যত, যতই প্রতিকূলতা আসুক, অন্ধকারের পর আলো আসে। জীবন বড় সুন্দর সেটা অকালে হারিয়ে ফেলার জন্য নয়।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অলোকানন্দা রায়, রিচা শর্মা, মাধবীলতা মিত্র ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উপস্থিত ছিলেন। রাম নবমীর দিন আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে "জীবিকা" নামক সংস্থা একটি ধর্ষিতা মেয়ের লড়াইকে শ্রুতিনাটকের মধ্যে দিয়ে তুলে ধরে।
অন্যদিকে সমকামীদের আত্মহত্যার প্রবণতা থাকা সত্ত্বেও তাঁরা যে সমাজের মূল স্রোতে এগিয়ে যাচ্ছে সেই বার্তা দিয়েই এদিন মঞ্চস্থ হয় চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের খন্ডিতাংশ। এছাড়াও ছাত্রছাত্রীদের গলায় শোনা যায় জীবনের জয়গান। অনুষ্ঠানের তালিকায় ছিল কবিতা ও নাচের অসাধারণ যুগলবন্দী।
এছাড়াও সিঙ্গেল পেরেন্টিংয়ের চ্যালেঞ্জ সামলে একজন মাকে কী কী প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এবং কীভাবে তাঁরা নিজেদের সন্তানদের জন্য প্রাণপাত করেন সে বিষয়টিও এদিন অডিও ভিজুয়ালের মাধ্যমে উপস্থিত সবাইকে দেখানো হয়।