শেষ আপডেট: 10th January 2024 20:39
দ্য ওয়াল ব্যুরো: গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে শহর কলকাতার পরিবহণে বাড়তি যাত্রী চাপ তৈরি হয়েছে। তারই মাঝে এবারে নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগেই শুরু হতে চলেছে কলকাতা বইমেলা ২০২৪। ফলে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে বাড়তি পদক্ষেপ করল পরিবহণ দফতর।
বইমেলা উপলক্ষ্যে ফি-বারের মতো এবারও শহরের যাত্রী পরিষেবা অটুট রাখতে স্পেশ্যাল বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বুধবার কসবা পরিবহণ অফিসে এক সাংবাদিক বৈঠকে একথা জানান মন্ত্রী।
মন্ত্রী জানিয়েছেন, বইমেলার দিনগুলিতে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে শহরে প্রতিদিন অন্তত ২০০টি বিশেষ বাস চালানো হবে।
অন্যান্য বছর জানুয়ারির শেষ সপ্তাহে সাধারণত বইমেলা শুরু হয়। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাদ্যমিক পরীক্ষা। সেদিকে লক্ষ্য রেখে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-এর কলকাতা পুস্তক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৮ জানুয়ারি। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
পরিবহণ মন্ত্রী জানান, একদিকে গঙ্গাসাগর মেলার দর্শনার্থীদের ভিড়। অন্যদিকে বইমেলার বইপ্রেমী। সবদিক খেয়াল রেখে তাই বইমেলার দিনগুলিতে বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত শহরে স্পেশ্যাল বাস চালানো হবে।
বাস পরিষেবা স্বাভাবিক রাখতে এ ব্যাপারে বিধাননগর পুলিশের সাহায্যও নেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন। তিনি জানান, মেলার দিনগুলিতে ট্রাফিক পরিষেবা সচল রাখতে করুণাময়ী এবং ময়ূখ ভবনের সামনে দু’টি বাসস্ট্যান্ডের বাইরে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। এখান থেকেই কলকাতা এবং শহরতলির বিভিন্ন রুটে পাওয়া যাবে স্পেশ্যাল বাস পরিষেবা।
এছাড়াও যারা অ্যাপ ক্যাবের মাধ্যমে বইমেলায় আসতে চান, তাঁদের সুবিধার্থে চলতি বছর থেকে এই সংক্রান্ত বিশেষ পিকআপ পয়েন্টও তৈরি করা হচ্ছে। ময়ূখ ভবনের বিপরীতে অর্থাৎ বিধাননগর সুইমিং পুলের কাছে থেকে মিলবে এই আপ ক্যাব পরিষেবা।