শেষ আপডেট: 31st October 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন তার টাকা কোথা থেকে আসছে সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে তৃণমূল। কুণাল ঘোষ থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় টাকার উৎস জানতে চেয়েছেন। এবার কার্যত একই প্রশ্ন তুলে ডাক্তারদের আন্দোলনকে নকশালদের সঙ্গে তুলনা করলেন রাজ্যের আরও এক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর দাবি, আন্দোলন সংগঠিত করতে কোটি কোটি টাকা তোলা হয়েছে।
হাড়োয়ায় দলের এক বিজয়ী সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে শোভনদেব দাবি করেছেন, ডাক্তারদের আন্দোলনে বিজেপি ঢুকতে পারেনি। ওটার দখল নিয়েছিল নকশাল আর সিপিএম। একইসঙ্গে, আন্দোলনের নামে কোটি টাকা তোলার অভিযোগও করেছেন তিনি। মন্ত্রীর কথায়, একদিকে আন্দোলনের জন্য কোটি কোটি টাকা তোলা হয়েছে অন্যদিকে হাসপাতালে দালালরাজ চালাচ্ছে ডাক্তাররাই। এসএসকেএম-এ তো ১০০-১৫০ জন দালাল থাকে বলে দাবি তাঁর। শোভনদেবের অভিযোগ, দালালরা কমিশন পাচ্ছে আর ডাক্তারদের কাছে সেই টাকার ভাগ পাচ্ছে।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে পাল্টা সংগঠন গড়েছেন জুনিয়র ডাক্তারদেরই একাংশ। সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে ইতিমধ্যে দাবি করা হয়েছে, নির্যাতিতার বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা তুলেছেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, কিঞ্জল নন্দরা। তাঁদের এই দাবিতে হইচই শুরু হয়। প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের নিশানা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, এঁরা তো ক্ষমতায় এলে দেশ বেচে দেবে!
শোভনদেবের আবার দাবি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে খাবারের জন্য ১০ কোটি টাকার বেশি এসেছে। আন্দোলনের নামে কী হচ্ছে, কোথা থেকে টাকা আসছে, কারা এই টাকা পাঠাচ্ছে, সেইসব প্রশ্নের উত্তর চেয়েছেন রাজ্যের মন্ত্রী। ৯ অগস্টের পর থেকে কলকাতা সহ রাজ্যজুড়ে যে আন্দোলন হয়েছে তাতে শুধু জুনিয়র বা সিনিয়র ডাক্তাররাই ছিলেন না। পথে নেমে প্রতিবাদে সামিল হতে দেখা গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টদের। রাত দখলের কর্মসূচি থেকে শুরু করে দ্রোহের কার্নিভাল, সবেতেই দেখা গেছে জনতার ভিড়।
তাহলে কি টাকা দিয়েই লোক আনা হত? টাকা দিয়েই বিভিন্ন ব্যানার, পোস্টার, লিফলেট তৈরি হত? এই ধরনের প্রশ্নগুলি থেকেই যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে আগেও। তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ২ কোটি টাকা রয়েছে। কোথা থেকে এল এতে টাকা? কারা আন্দোলনকে বাঁচিয়ে রাখতে টাকা ঢালছে? এইসব প্রশ্ন তুলেছিলেন তিনি।