শেষ আপডেট: 16th February 2024 20:45
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
গত বুধবার থেকে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন সুকান্ত। শুক্রবার সন্ধেয় সেখানে যান সৌরভ।
পরিবার সূত্রের খবর, সৌরভের মা নিরূপাদেবী গত ১ ফেব্রুয়ারি থেকে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপরই তাঁকে এখানে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, নিরূপাদেবী এখন অনেকটাই ভাল রয়েছেন।
সৌরভের দাদা তথা সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দ্য ওয়ালকে জানান, মাকে দেখতে সৌরভ এর আগে দু'বার হাসপাতালে এসেছিলেন। এই নিয়ে শুক্রবার তৃতীয়বার তিনি মাকে দেখতে হাসপাতালে যান।
সূত্রের খবর, মাকে হাসপাতালে দেখতে গিয়ে সৌরভ জানতে পারেন সেখানে ভর্তি রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এরপরই সুকান্তর কেবিনে গিয়ে দেখা করেন। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন।
গত বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বসিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।