শেষ আপডেট: 3rd January 2025 22:15
দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দুর্ঘটনার কবলে পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়ি। বাসের ধাক্কা লাগে তাঁর গাড়িতে। সেই সময়ে তিনি চালকের আসনের পাশেই বসেছিলেন বলে সূত্রের খবর। এই ঘটনায় গুরুতর কোনও চোট লাগেনি সানার, তবে স্বাভাবিকভাবেই ঘটনার আকস্মিকতায় তিনি ভয় পেয়ে গেছেন।
সূত্র মারফৎ জানা গেছে, দুটি বাসের রেষারেষিতে এই দুর্ঘটনা ঘটে। একটি বাসের ধাক্কায় সানার গাড়ির কিছুটা অংশ তুবড়ে গেছে। তবে গাড়ি উল্টে যেতেই পারত, চালকের তৎপরতায় তা হয়নি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করা হয় বাসের চালককে। সানাকেও তাঁরা উদ্ধার করেন। সৌরভ-কন্যা আপাতত বাড়িতে রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় গাড়ির যেদিকে বাস ধাক্কা মারে তার ওপর দিকে বসেছিলেন সানা। সেই কারণে বরাত জোরে তিনি বেঁচে গেছেন। নাহলে বড় কোনও বিপদ ঘটতে পারত। বেশিরভাগ সময়ে কলকাতায় থাকেন না তিনি। লন্ডনে থাকেন। তবে শুক্রবার নিজের শহরে, নিজের বাড়ির সামনেই দুর্ঘটনার কবলে পড়লেন তিনি।
এই ঘটনার জেরে ডায়মন্ড হারবার রোডে সাময়িক যানজট হয়ে গিয়েছিল। দুর্ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি গঙ্গোপাধ্যায় পরিবারের কোনও সদস্য। তবে সানা যে ভয়ে কাঁটা হয়ে থাকবেন এটাই স্বাভাবিক। কারণ জানা গেছে, ওই সময়ে চালক ছাড়া গাড়িতে একাই ছিলেন সানা। বেশিরভাগ সময়ে তাঁর সঙ্গে মা থাকলেও এদিন ছিলেন না। তাই আরও বেশি ভয় পেয়েছেন তিনি। তবে স্বস্তির খবর, তাঁর কোনও চোট লাগেনি বলেই জানা গেছে।