শেষ আপডেট: 17th August 2024 12:46
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ ও খুনের আগে যৌনপল্লিতে গিয়েছিল অভিযুক্ত সঞ্জয় রায়। সেখান থেকে ফিরে ঢোকে হাসপাতালে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা।
কলকাতা পুলিশের হাতে তদন্তভার থাকার সময়েই জানা গিয়েছিল, ঘটনার দিন আরজি করের সিসিটিভিতে রাত ১১টা নাগাদ অভিযুক্তকে হাসপাতালে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে বাইরে বেরোতেও দেখা যায়। জরুরি বিভাগের চার তলার সেমিনার হলের কাছে সিসি ক্যামেরায় সঞ্জয়কে ফের দেখা গিয়েছিল ভোর ৪টে নাগাদ। সিবিআই সূত্রে জানা গিয়েছে জেরায় সঞ্জয় জানিয়েছে এক বন্ধুকে সঙ্গে নিয়ে যৌনপল্লিতে গিয়ে মদ খেয়েছিল সে। তারপর ফিরে আসে আরজি করে।
গত মঙ্গলবার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেই অভিযুক্তকে পুলিশের থেকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। ধৃতকে জেরা করার পাশাপাশি বারবার আরজি করের ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন গোয়েন্দারা। সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে জেরা করা হচ্ছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ-সহ বেশ কয়েকজন শিক্ষককে।
গত শুক্রবার সকালে চারতলার সেমিনার হল থেকে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দিনভর তদন্তের পর রাতে এই ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ।