কালীঘাটের কাকু
শেষ আপডেট: 13th March 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিচারভবনে জামিনের আবেদন করেছিলেন তৃণমূল (TMC) থেকে বহিষ্কৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee)। সেই মামলায় সিবিআই (CBI) আদালতে জানায়, কালীঘাটের কাকুকে (Sujay Krishna Bhadra) প্রায় আড়াই কোটি টাকা তুলে দেন শান্তনু।
এক সময়ের শাসকদলের নেতার প্রসঙ্গ উঠলেই কালীঘাটের কাকুকে সেই আলোচনা থেকে ব্রাত্য রাখা যাচ্ছে না। একথা বলার কারণ, সুজয়কৃষ্ণ ভদ্রের অন্যতম হ্যান্ডলার ছিলেন এই শান্তনু বন্দ্যোপাধ্যায়। সেই কথা বুধবারও সিবিআইয়ের আইনজীবীও আদালতে মনে করিয়ে দেন।
সিবিআই জানায়, শুধু অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করেনি শান্তনু, বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুগলি ডিসট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে পছন্দ মতো পোস্টিং এর ব্যবস্থাও করিয়েছিলেন তিনি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানান, শান্তনুর অনেক এজেন্ট, সাব এজেন্ট ছিল। তাঁদের মারফতই টাকা আসত। সেই টাকা তুলে যেত সুজয়কৃষ্ণের কাছে। সিবিআইয়ের আইনজীবী জানান, সরকারি কর্মচারী থেকে শুরু করে ওপরতলার অনেকের কাছে সেই টাকা পৌঁছেছে। এই অবস্থায় যদি শান্তনুকে জামিন দেওয়া হয় তাহলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি।
অন্যদিকে, আদালতে শান্তনুর আইনজীবী জানান, ইডি-র মামলায় প্রথম গ্রেফতার হন শান্তনু। ওই মামলায় জামিনের আবেদন করার পরে তড়িঘড়ি সিবিআই শান্তনুকে জেরা করতে শুরু করে এবং গ্রেফতার করে। কিন্তু গুণধর খাঁড়া নামে যে ব্যক্তি শান্তনুকে অযোগ্য প্রার্থীদের থেকে টাকা তুলে দিয়েছেন, তাঁকে সিবিআই গ্রেফতার করেনি। গ্রেফতারির ক্ষেত্রে ঝারাই-বাছাই করা হচ্ছে।
সব পক্ষের সওয়াল-জবাব শোনার পরে নির্দেশ মুলতুবি রাখেন বিচারক। আগামী ২০ মার্চ মামলার পরবর্তী শুনানি।